অভিনেত্রী জয়া আহসান এখন ভারতের গোয়ায়। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) অংশ নিচ্ছেন তিনি। তার অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ এই আয়োজনে আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে। ফেস্টিভ্যালে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
জয়া আহসান গোয়া থেকে জানিয়েছেন, সিনেমাটির ইংরেজি নাম ‘অ্যা টেল অব টু সিস্টার্স’।
আইএফএফআই’র সর্বোচ্চ পুরস্কারের নাম সোনালি ময়ূর। দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতির নাম রৌপ্য ময়ূর। তাই এই ফেস্টিভ্যালে কৃত্রিম ময়ূর চোখে পড়ে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে জয়া আহসানের এই নতুন সিনেমায়।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সাজানো হয়েছে ‘নকশিকাঁথার জমিন’।
আইএফএফআই’তে ‘নকশিকাঁথার জমিন’ সিনেমার দ্বিতীয় প্রদর্শনীতে ম্যাজেন্টা কটি ও হালকা গোলাপি ফুলেল স্কার্টে দারুণ লেগেছে জয়া আহসানকে।
সরকারি অনুদান ও টিএম ফিল্মসের প্রযোজনায় আকরাম খান পরিচালিত সিনেমাটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন যমজ ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
ভারতের বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে সেঁওতি, সৌম্য জ্যোতি, দিব্য জ্যোতি ও জয়া আহসান।
আইএফএফআই’তে সৌম্য জ্যোতি, জয়া আহসান ও দিব্য জ্যোতি।
আইএফএফআই’তে জয়া আহসান ও দিব্য জ্যোতি।
আইএফএফআই’তে জয়া আহসান ও সৌম্য জ্যোতি।
গতকাল (২৫ নভেম্বর) আইএফএফআই’তে ‘নকশিকাঁথার জমিন’ সিনেমার প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সৌম্য জ্যোতি, জয়া আহসান ও দিব্য জ্যোতি।
আইএফএফআই’তে দিব্য জ্যোতি, জয়া আহসান ও সৌম্য জ্যোতি।
৫৩তম আইএফএফআই’তে বাংলাদেশের চারটি সিনেমা রয়েছে। ‘নকশিকাঁথার জমিন’ তারকাদের সঙ্গে ‘পাতালঘর’ এবং ‘পাপ-পুণ্য’ সিনেমার কলাকুশলীরা ছবি তুলেছেন। (বাঁ থেকে) বৃন্দাবন দাস, আকরাম খান, জয়া আহসান, সেঁওতি, দিব্য জ্যোতি, নাসরিন আক্তার, শাহনাজ খুশী, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সৌম্য জ্যোতি, আবু শাহেদ ইমন ও গিয়াসউদ্দিন সেলিম।
আইএফএফআই’তে (বাঁ থেকে) শাহনাজ খুশী, সৌম্য জ্যোতি, গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রী নাসরিন আক্তার, জয়া আহসান, দিব্য জ্যোতি, আফসানা মিমি, আবু শাহেদ ইমন, চঞ্চল চৌধুরী এবং সেঁওতি।
আইএফএফআই’তে (বাঁ থেকে) সৌম্য জ্যোতি, গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রী নাসরিন আক্তার, জয়া আহসান, দিব্য জ্যোতি এবং আফসানা মিমি।
৫৩তম আইএফএফআই’তে (পেছনে বাঁ থেকে) শাহনাজ খুশী, আবু শাহেদ ইমন, চঞ্চল চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রী নাসরিন আক্তার, আফসানা মিমি, আকরাম খান, বৃন্দাবন দাস, (সামনে বাঁ থেকে) দিব্য জ্যোতি, জয়া আহসান ও সৌম্য জ্যোতি।
৫৩তম আইএফএফআই’তে (বাঁ থেকে) জয়া আহসান, দিব্য জ্যোতি, আফসানা মিমি ও আবু শাহেদ ইমন।
আইএফএফআই’তে (বাঁ থেকে) শাহনাজ খুশী, সৌম্য জ্যোতি, গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রী নাসরিন আক্তার, জয়া আহসান, দিব্য জ্যোতি, আফসানা মিমি, আবু শাহেদ ইমন, চঞ্চল চৌধুরী এবং সেঁওতি।
৫৩তম আইএফএফআই’তে (বাঁ থেকে) জয়া আহসান, সেঁওতি, দিব্য জ্যোতি, নাসরিন আক্তার, শাহনাজ খুশী, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সৌম্য জ্যোতি, আবু শাহেদ ইমন ও গিয়াসউদ্দিন সেলিম।