ঢালিউড
গোয়া ফেস্টিভ্যালে মনোনীত জয়ার ‘নকশীকাঁথার জমিন’

‘নকশিকাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ও সেঁওতি (ছবি: টিএম ফিল্মস)
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) পুরস্কারের জন্য লড়বে আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’। আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে এটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে এতে।
নির্মাতা আকরাম খান বলেন, “প্রথমবার আইএফএফআই’র আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশের কোনো সিনেমা। এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।”
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সাজানো হয়েছে ‘নকশীকাঁথার জমিন’। সরকারি অনুদান ও টিএম ফিল্মসের প্রযোজনায় এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

‘নকশিকাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ও সেঁওতি (ছবি: টিএম ফিল্মস)
আগামী ২০ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৩তম আসর। ২৫ নভেম্বর এই ফেস্টিভ্যালে দেখানো হবে ‘নকশীকাঁথার জমিন’। এতে অংশ নিতে ২৪ নভেম্বর নির্মাতা ও কলাকুশলীরা রওনা দেবেন। উৎসব শেষে ২৮ নভেম্বর ঢাকায় ফিরবেন তারা।
প্রযোজক ফারজানা মুন্নী বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি সিনেমার পাশে দাঁড়িয়ে আমাদের যাত্রা শুরু করেছি। এটি গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ পাওয়ায় আমরা গর্বিত। আরও কিছু আন্তর্জাতিক উৎসব ঘোরার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।”
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস