Connect with us

ঢালিউড

‘গোলাপ’ নিয়ে পরীমণির নায়ক নিরব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নিরব হোসেন ও পরীমণি (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক নিরব হোসেনের ‘গোলাপ’ সিনেমায় সুবাস ছড়াবেন চিত্রনায়িকা পরীমণি। এবারই প্রথম জুটি বাঁধলেন তারা। চলতি মাসের মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হবে।

আজ (২ ফেব্রুয়ারি) নিরবের সঙ্গে তোলা চারটি ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!’

‘গোলাপ’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। তার চরিত্রটি কেমন হবে সেই ধারণা দিতে গত মাসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার উন্মোচন হয়। এতে একহাতে পিস্তল নিয়ে মেজাজি ভঙ্গিতে তাকিয়ে আছেন তিনি।

‘গোলাপ’ সিনেমার পোস্টারে নিরব হোসেন (ছবি: গল্পওয়ালা)

একটি রাজনৈতিক থ্রিলার গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘গোলাপ’। মূলত তৃণমূল পর্যায়ের রাজনীতিকে কেন্দ্র করে এর কাহিনি আবর্তিত। রাজনীতির কৌশলে নিজের আলাদা একটা জায়গা তৈরির চেষ্টা করে গোলাপ। ‘গল্পওয়ালা’র ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন শামসুল হুদা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

নিরব হোসেন ও পরীমণি (ছবি: ফেসবুক)

পরীমণিকে সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘রঙিলা কিতাব’ ওয়েব ফিল্মে দেখা গেছে। গত ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে ওপার বাংলার বড় পর্দায় অভিষেক হয়েছে আলোচিত এই তারকার। দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবক্সী’তে আরো অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।

এদিকে ঢালিউডে পরীমণির আরেক সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটিতে কাজল চৌধুরী চরিত্রে দেখা যাবে পরীকে। আর আলোকচিত্রী রায়হান চরিত্রে থাকছেন সাইমন সাদিক। জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ পরিচালনা করেছেন রেজা ঘটক।  ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ