Connect with us

ঢালিউড

‘গোলাপ’ নিয়ে ফিরছেন নিরব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘গোলাপ’ সিনেমার পোস্টারে নিরব হোসেন (ছবি: গল্পওয়ালা)

চিত্রনায়ক নিরব হোসেন নতুন সিনেমার খবর দিলেন। এর নাম রাখা হয়েছে ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। গোলাপ চরিত্রটি কেমন হতে যাচ্ছে সেই ধারণা দিতে একটি পোস্টার উন্মোচন হয়েছে। এতে তার একহাতে পিস্তল রয়েছে।

গতকাল (১৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ‘গোলাপ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন নিরব। তিনি জানান, একটি রাজনৈতিক থ্রিলার গল্প নিয়ে তৈরি হবে এটি। মূলত তৃণমূল পর্যায়ের রাজনীতিকে কেন্দ্র করে এর কাহিনি আবর্তিত। রাজনীতির কৌশলে নিজের আলাদা একটা জায়গা তৈরির চেষ্টা করে গোলাপ।’

‘গল্পওয়ালা’ ব্যানারে আগামী মাসের মাঝামাঝি সিনেমাটির শুটিং করবেন নিরব। তবে এখনও নায়িকা চূড়ান্ত হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন শামসুল হুদা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

২০২৪ সালে নিরবের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ ও সাইফ চন্দনের ‘দুনিয়া’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ