ওয়ার্ল্ড সিনেমা
গোল্ডেন গ্লোবস ২০২৩: একনজরে দেখে নিন পুরো বিজয়ী তালিকা
৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সর্বাধিক তিনটি পুরস্কার জিতেছে মার্টিন ম্যাকডোনা পরিচালিত ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। মঙ্গলবার (বাংলাদেশ সময় ১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এখন তাদের সদস্য প্রায় ২০০ জন।
এবারের আসরে সিনেমা ও টেলিভিশন মিলিয়ে ২৭টি শাখায় ২০২২ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার দেওয়া হয়েছে। তবে কারিগরি কাজে সম্পৃক্ত কারো জন্য স্বীকৃতি থাকে না এই আয়োজনে।
একনজরে দেখে নিন ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা।
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ফেবলম্যানস
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
দ্য বানশিজ অব ইনিশেরিন
সেরা অভিনেতা (ড্রামা)
অস্টিন বাটলার (এলভিস)
সেরা অভিনেত্রী (ড্রামা)
কেট ব্ল্যানচেট (টার)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।
সেরা পার্শ্ব অভিনেতা
কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যাঞ্জেলা ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)
সেরা পরিচালক
স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস)
সেরা চিত্রনাট্য
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
গুইয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র
আর্জেন্টিনা নাইনটিন এইটি ফাইভ (আর্জেন্টিনা)
সেরা মৌলিক সুর
ব্যাবিলন (জাস্টিন হারউইৎজ)
সেরা মৌলিক গান
নাটু নাটু (আরআরআর; সুর ও সংগীত এম.এম. কিরাবানি, কণ্ঠশিল্পী কালা ভৈরবা ও রাহুল সিপলিগুঞ্জ, গীতিকবি চন্দ্রবোস)
সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড
এডি মারফি
টেলিভিশন
সেরা টিভি সিরিজ (ড্রামা)
হাউস অব দ্য ড্রাগন (এইচবিও)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কেভিন কস্টনার (ইয়েলোস্টোন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
জেন্ডায়া (ইউফোরিয়া)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
অ্যাবট এলেমেন্টারি (এবিসি)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
কিন্টা ব্রানসন (অ্যাবট এলেমেন্টারি)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
দ্য হোয়াইট লোটাস (এইচবিও)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
ইভান পিটারস (ডামার-মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
আমান্ডা সেফ্রিড (দ্য ড্রপআউট)
সেরা পার্শ্ব অভিনেতা (মিউজিক্যাল, কমেডি অথবা ড্রামা টিভি সিরিজ)
টাইলার জেমস উইলিয়ামস (অ্যাবট এলেমেন্টারি)
সেরা পার্শ্ব অভিনেত্রী (মিউজিক্যাল, কমেডি অথবা ড্রামা টিভি সিরিজ)
জুলিয়া গার্নার (ওজার্ক)
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ, লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
পল ওয়াল্টার হাউজার (ব্ল্যাক বার্ড)
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ, লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)
ক্যারল বারনেট অ্যাওয়ার্ড
রায়ান মারফি
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস