Connect with us

ছবিঘর

গ্র্যামির লালগালিচা: ১৪ হাজার স্বর্ণের সেফটিপিনে গায়িকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরের লালগালিচায় দামি পোশাক ও বেশভূষায় নজর কেড়েছেন গায়িকারা। তাদের জমকালো ফ্যাশন বেশ আলোচিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় মনোনীতদের পা মাড়ানোর জন্য তাঁবুর নিচে লালগালিচা রেখেছেন গ্র্যামি আয়োজকেরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৪ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৫ ফেব্রুয়ারি সকাল) পুরস্কার বিতরণের আগে লালগালিচায় ক্যামেরাবন্দি হয়েছেন অনেক গায়িকা।

আমেরিকান পপতারকা মাইলি সাইরাস পরেছেন ১৪ হাজার স্বর্ণের সেফটিপিন দিয়ে বানানো ঝলমলে গাউন। ফরাসি ফ্যাশন হাউস মেজোঁ মারজিলার মেটালিক নেটের মতো দেখতে এই পোশাক তৈরিতে লেগেছে ৬৭৫ ঘণ্টা।

মাইলি সাইরাসের সোনালি চুল ফোলাফাঁপা ঢঙে সাজানো।

 

মাইলি সাইরাস (ছবি: গ্র্যামি)

রুপালি ঝিকিমিকি গাউনে ব্রিটিশ-আলবেনিয়ান গায়িকা দুয়া লিপা। নিচু গলার পোশাকটি ডিজাইন করেছে ফরাসি ফ্যাশন হাউস কুরেজ। তার গলার নেকলেসটি আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির।

দুয়া লিপার গলায় দেখা গেছে আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির সুদৃশ্য নেকলেস।

দুয়া লিপা (ছবি: গ্র্যামি)

সাদা কাঁধখোলা গাউন ও কালো অপেরা হাতমোজায় আমেরিকান সুপারস্টার টেলর সুইফট। পা-চেরা পোশাকটির পেছনের অংশ বেশ লম্বা।

টেলর সুইফটের পোশাকটি ডিজাইন করেছেন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার এলসা স্কিয়াপারেল্লি।

টেলর সুইফট (ছবি: গ্র্যামি)

মসৃণ ক্রিম রঙের সিকুইন গাউন ও গাঢ় লাল লিপস্টিকে আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো।

অলিভিয়া রড্রিগোর পোশাকটি ডিজাইন করেছে ইতালিয়ান ফ্যাশন হাউস ভেরসাচি।

অলিভিয়া রড্রিগো (ছবি: গ্র্যামি)

ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং কালো লেসের ফ্রকে আলো কেড়েছেন।

এলি গোল্ডিংয়ের পোশাকটি ডিজাইন করেছেন লেবানিজ ডিজাইনার জুহের মুরাদ।

আমেরিকান গায়িকা ডোজা ক্যাটের কপালে পোশাকটি তার্কিন-ব্রিটিশ ডিজাইনার দিলারা ফিন্দিকোলুর নাম লেখা। অসংখ্য উল্কি আঁকা এই গায়িকার পায়ে লাল রঙের হিল, চোখে চশমা ও মাথায় উল্টো করে পরা টুপি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ