Connect with us

বিশ্বসংগীত

গ্র্যামি ২০২৫: বিয়ন্সের রেকর্ড, মনোনয়নে গায়িকাদের আধিপত্য

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিয়ন্সে (ছবি: এক্স)

৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন আমেরিকান গায়িকা বিয়ন্সে। একই আসরে এর আগে এত মনোনয়ন আর কোনও গায়িকা পাননি। তাছাড়া তার মোট মনোনয়ন দাঁড়িয়েছে ৯৯টি। এদিক দিয়ে তিনিই সবার শীর্ষে।

এবারের আসরে দ্বিতীয় সর্বাধিক সাতটি করে মনোনয়ন পেয়েছেন আমেরিকান গায়িকা বিলি আইলিশ, ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স, আমেরিকান র‌্যাপার কেন্ড্রিক ল্যামার ও পোস্ট ম্যালোন। আমেরিকান গায়িকা টেলর ‍সুইফট, সাবরিনা কার্পেন্টার ও নবাগতা চ্যাপেল রোন ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো ডটকম এরেনায় তারকাখচিত জমকালো আয়োজনে ৯৪টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। গ্র্যামির সামনের সারির শাখায় মনোনীতদের তালিকা দেখে নিন একনজরে।

(বাঁ থেকে) চ্যাপেল রোন, টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টার (ছবি: এক্স)

৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা
অ্যালবাম অব দ্য ইয়ার: কাউবয় কার্টার (বিয়ন্সে), হিট মি হার্ড অ্যান্ড সফট (বিলি আইলিশ), ব্র্যাট (চার্লি এক্সসিএক্স), দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট (টেলর ‍সুইফট), শর্ট এন’ সুইট (সাবরিনা কার্পেন্টার), দ্য রাইজ অ্যান্ড ফল অব অ্যা মিডওয়েস্ট প্রিন্সেস (চ্যাপেল রোন), নিউ ব্লু সান (আন্ড্রে থ্রি থাউজেন্ড), জেসি ভলিউম ফোর (জ্যাকব কলিয়ার)

রেকর্ড অব দ্য ইয়ার: নাউ অ্যান্ড দেন (বিটলস), টেক্সাস হোল্ড ’এম (বিয়ন্সে), ফোর্টনাইট (টেলর ‍সুইফট ফিচারিং পোস্ট ম্যালোন), বার্ডস অব অ্যা ফিদার (বিলি আইলিশ), এসপ্রেসো (সাবরিনা কার্পেন্টার), থ্রি সিক্সটি (চার্লি এক্সসিএক্স), নট লাইক আস (কেন্ড্রিক ল্যামার), গুড লাক বেব! (চ্যাপেল রোন)

সং অব দ্য ইয়ার: টেক্সাস হোল্ড ’এম (বিয়ন্সে), বার্ডস অব অ্যা ফিদার (বিলি আইলিশ), ডাই উইথ অ্যা স্মাইল (লেডি গাগা, ব্রুনো মার্স), ফোর্টনাইট (টেলর ‍সুইফট ফিচারিং পোস্ট ম্যালোন), প্লিজ প্লিজ প্লিজ (সাবরিনা কার্পেন্টার), নট লাইক আস (কেন্ড্রিক ল্যামার), গুড লাক বেব! (চ্যাপেল রোন), অ্যা বার সং-টিপসি (শাবুজে)

বেস্ট নিউ আর্টিস্ট: সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোন, শাবুজে, বেনসন বুন, টেডি সুইমস, ডোচি, রক ব্যান্ড ক্রুয়ানবিন, ব্রিটিশ গায়িকা রেই

পপ ও ড্যান্স/ইলেক্ট্রনিক
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: হিট মি হার্ড অ্যান্ড সফট (বিলি আইলিশ), শর্ট এন’ সুইট (সাবরিনা কার্পেন্টার), এটারনাল সানশাইন (আরিয়ানা গ্র্যান্ড), দ্য রাইজ অ্যান্ড ফল অব অ্যা মিডওয়েস্ট প্রিন্সেস (চ্যাপেল রোন), দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট (টেলর ‍সুইফট)

বেস্ট পপ সলো পারফরম্যান্স: বডিগার্ড (বিয়ন্সে), এসপ্রেসো (সাবরিনা কার্পেন্টার), বার্ডস অব অ্যা ফিদার (বিলি আইলিশ), অ্যাপল (চার্লি এক্সসিএক্স), গুড লাক বেব! (চ্যাপেল রোন), অ্যা বার সং-টিপসি (শাবুজে)

বেস্ট পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ডাই উইথ অ্যা স্মাইল (লেডি গাগা, ব্রুনো মার্স), আস (গ্রেসি আব্রামস ফিচারিং টেলর সুইফট), লেভি’স জিনস (বিয়ন্সে ফিচারিং পোস্ট ম্যালোন), গেস (চার্লি এক্সসিএক্স, বিলি আইলিশ), দ্য বয় ইজ মাইন (আরিয়ানা গ্র্যান্ড, ব্র্যান্ডি, মনিকা)

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং: উইচি (কেত্রানাদা ফিচারিং চাইল্ডিশ গ্যাম্বিনো), শি ইজ গন, ড্যান্স অন (ডিসক্লোজার), লাভড (ফোর টেট), লিভ মি অ্যালোন (ফ্রেড অ্যাগেইন, বেবি কিম), নেভারেন্ডার (জাস্টিস, টেম ইম্পালা)

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: ব্র্যাট (চার্লি এক্সসিএক্স), থ্রি (ফোর টেট), হাইপারড্রামা (জাস্টিস), টাইমলেস (কেত্রানাদা), টেলোস (জেড)

বেস্ট ড্যান্স পপ রেকর্ডিং: লাম্যুর দ্যু মা ভি-ওভার নাউ এক্সেটেন্ডড এডিট (বিলি আইলিশ), ইয়েস অ্যান্ড? (আরিয়ানা গ্র্যান্ড), মেক ইউ মাইন (ম্যাডিসন বিয়ার), ফন ডাচ (চার্লি এক্সসিএক্স), গট মি স্টার্টেড (ট্রয় সিভান)

বেস্ট রিমিক্সড রেকর্ডিং, নন-ক্লাসিক্যাল: অল্টার ইগো (কেত্রানাদা), অ্যা বার সং-টিপসি (ডেভিড গেট্টা), এসপ্রেসো (মার্ক রনসন, এফএনজি), ফন ডাচ (এ.জি. কুক), জা সিস দেম (আলেক্স অ্যান্টিয়াস, ফুটস্টেপস, মিমায়েশ)

রক ও মেটাল
বেস্ট রক পারফরম্যান্স: নাউ অ্যান্ড দেন (বিটলস), ডার্ক ম্যাটার (পার্ল জ্যাম), বিউটিফুল পিপল-স্টে হাই (দ্য ব্ল্যাক কিস), দ্য আমেরিকান ড্রিম ইজ কিলিং মি (গ্রিন ডে), গিফট হর্স (আইডেলস), ব্রোকেন ম্যান (সেন্ট ভিনসেন্ট)

সেরা রক গান: ডার্ক ম্যাটার (পার্ল জ্যাম), ডিলেমা (গ্রিন ডে), বিউটিফুল পিপল-স্টে হাই (দ্য ব্ল্যাক কিস), ব্রোকেন ম্যান (সেন্ট ভিনসেন্ট), গিফট হর্স (আইডেলস),

বেস্ট রক অ্যালবাম: হ্যাকনি ডায়মন্ডস (রোলিং স্টোনস), ডার্ক ম্যাটার (পার্ল জ্যাম), সেভিয়ার্স (গ্রিন ডে), নো নেম (জ্যাক হোয়াইট), হ্যাপিনেস বাস্টার্ডস (দ্য ব্ল্যাক ক্রোস), ট্যাংক (আইডেলস), রোম্যান্স (ফন্টেইনস ডি.সি.)

বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: ওয়াইল্ড গড (নিক কেভ, দ্য ব্যাড সিডস), চার্ম (ক্লেয়ারো), দ্য কালেক্টিভ (কিম গর্ডন), হোয়াট নাউ (ব্রিটানি হাওয়ার্ড), অল বর্ন স্ক্রিমিং (সেন্ট ভিনসেন্ট)

বেস্ট মেটাল পারফরম্যান্স: স্ক্রিমিং সুইসাইড (মেটালিকা), ক্রাউন অব হর্নস (জুডাস প্রিস্ট), সাফোকেট (নকড লুস ফিচারিং পপি), সেলার ডোর (স্পিরিট বক্স), মেয়া কুল্পা-আহ! কাইরা! (গজিরা, মেরিনা ভিয়োত্তি, ভিক্টর ল্যু মান)

র‌্যাপ
বেস্ট র‌্যাপ পারফরম্যান্স: হাউডিনি (এমিনেম), নট লাইক আস (কেন্ড্রিক ল্যামার), এনাফ-মায়ামি (কার্ডি বি), হোয়েন দ্য সান শাইনস অ্যাগেইন (কমন, পিট রক ফিচারিং পসনস), নিসান আল্টিমা (ডোয়চি), লাইক দ্যাট (ফিউচার, মেট্রো বুমিন, কেন্ড্রিক ল্যামার), ইয়া গ্লো! (গ্লোরিলা)

বেস্ট র‌্যাপ গান: নট লাইক আস (কেন্ড্রিক ল্যামার), লাইক দ্যাট (ফিউচার, মেট্রো বুমিন, কেন্ড্রিক ল্যামার), কার্নিভ্যাল (কানিয়ে ওয়েস্ট, টাই ডোলা সাইন), ইয়া গ্লো! (গ্লোরিলা), অ্যাস্টেরয়েডস (র‌্যাপসোডি ফিচারিং হিট-বয়)

বেস্ট র‌্যাপ অ্যালবাম: দ্য ডেথ অব স্লিম শ্যাডি-ক্যু দ্যু গ্রাস (এমিনেম), মাইট ডিলিট লেটার (জে কোল), উই ডোন্ট ট্রাস্ট ইউ (ফিউচার, মেট্রো বুমিন), অ্যালিগেটর বাইটস নেভার হিল (ডোচি), দ্য অডিটোরিয়াম, ভলিউম ওয়ান (কমন, পিট রক)

বেস্ট মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স: স্প্যাগেটি (বিয়ন্সে ফিচারিং লিন্ডা মার্টেল, শাবুজে), উই স্টিল ডোন্ট ট্রাস্ট ইউ (ফিউচার, মেট্রো বুমিন ফিচারিং দ্য উইকেন্ড), বিগ মামা (লাটো), কেলানি (জর্ডান আডেটাঞ্জি ফিচারিং কেলানি), থ্রি: এএম (র‌্যাপসোডি ফিচারিং এরিকা বাডু)

কান্ট্রি
বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স: সিক্সটিন ক্যারেজেস (বিয়ন্সে), দ্য আর্কিটেক্ট (কেসি মাসগ্রেভস), ইট টেকস অ্যা ওম্যান (ক্রিস স্টেপলটোন), অ্যা বার সং-টিপসি (শাবুজে), আই অ্যাম নট ওকে (জেলি রোল)

বেস্ট কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স: টু মোস্ট ওয়ান্টেড (বিয়ন্সে ফিচারিং মাইলি সাইরাস), আই হ্যাড সাম হেল্প (পোস্ট ম্যালোন ফিচারিং মর্গ্যান ওয়ালেন), বিগার হাউসেস (ড্যান প্লাস শেই), ব্রেক মাইন (ব্রাদার্স অসবোর্ন), কাউবয়েজ ক্রাই টু (কেলসি ব্যালেরিনি, নোয়া কাহান)

বেস্ট কান্ট্রি সং: টেক্সাস হোল্ড ’এম (বিয়ন্সে), দ্য আর্কিটেক্ট (কেসি মাসগ্রেভস), আই হ্যাড সাম হেল্প (পোস্ট ম্যালোন ফিচারিং মর্গ্যান ওয়ালেন), অ্যা বার সং-টিপসি (শাবুজে), আই অ্যাম নট ওকে (জেলি রোল)

বেস্ট কান্ট্রি অ্যালবাম: কাউবয় কার্টার (বিয়ন্সে), ডিপার ওয়েল (কেসি মাসগ্রেভস), হাইয়ার (ক্রিস স্টেপলটোন), এফ-ওয়ান ট্রিলিয়ন (পোস্ট ম্যালোন), ওয়ার্ল উইন্ড (লেইনি উইলসন)

আরঅ্যান্ডবি ও আফ্রোবিটস
বেস্ট আরঅ্যান্ডবি পারফরম্যান্স: স্যাটার্ন (সিজা), রেসিডুয়ালস (ক্রিস ব্রাউন), গাইডেন্স (জেনে আইকো), হিয়ার আই গো-আ ও (কোকো জোন্স), মেড ফর মি-লাইভ অন বিইটি (মিউনি লং)

বেস্ট আরঅ্যান্ডবি গান: স্যাটার্ন (সিজা), রুইন্ড মি (মিউনি লং), আফটার আওয়ার্স (কেলানি), বার্নিং (টেমস), হিয়ার আই গো-আ ও (কোকো জোন্স),

বেস্ট প্রগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: ক্র্যাশ (কেলানি), ব্যান্ডো স্টোন অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড (চাইল্ডিশ গ্যাম্বিনো), সো গ্ল্যাড টু নো ইউ (এভারি সানশাইন), অন রুট (ডুরান্ড বার্নার), হোয়াই লড? (নো ওয়ারিস-অ্যান্ডারসন পাক, নলেজ)

বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ইলেভেন:ইলেভেন-ডিলাক্স (ক্রিস ব্রাউন), কামিং হোম (আশার), রিভেঞ্জ (মিউনি লং), অ্যালগোরিদম (লাকি ডে), ভ্যান্টাব্ল্যাক (লালা হ্যাথাওয়ে)

বেস্ট আফ্রিকান মিউজিক পারফরম্যান্স: সেনসেশনাল (ক্রিস ব্রাউন ফিচারিং দাভিদো, লোজে), টুমরো (ইয়েমি আলাদে), এমএমএস (আসাকে, উইজকিড), হাইয়ার (বার্না বয়), লাভ মি জেজে (টেমস)

প্রোডাকশন ও সংরাইটিং
প্রডিউসার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল: ডার্নস্ট ডিমাইল এমিল টু,

সংরাইটার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল: অ্যামি অ্যালেন, এডগার ব্যারেরা, জেসি আলেকজান্ডার, জেসি জো ডিলন, রেই

সিনেমা ও টেলিভিশন
বেস্ট কমেডি অ্যালবাম: আরমাগেডন (রিকি জার্ভেই), দ্য ড্রিমার (ডেভ চ্যাপেল), দ্য প্রিজনার (জিম গ্যাফিগান), সামডে ইউ উইল ডাই (নিকি গ্লেজার), হোয়্যার ওয়াজ আই (ট্রেভর নোয়া)

বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া: দ্য কালার পারপল (মিশ্র অ্যালবাম), ডেডপুল অ্যান্ড উলভারিন (মিশ্র অ্যালবাম), সল্টবার্ন (মিশ্র অ্যালবাম), টুইস্টার্স: দ্য অ্যালবাম (মিশ্র অ্যালবাম), মায়েস্ট্রো: মিউজিক বাই লেওনার্ড বার্নস্টেইন-লন্ডন সিম্ফোনি অর্কেস্ট্রা, ইয়ানিক নেজেট-সেগুইন)

বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া-সিনেমা ও টেলিভিশন): আমেরিকান ফিকশন (লরা কার্পম্যান), চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস), দ্য কালার পার্পল (ক্রিস বাওয়ার্স), ডুন: পার্ট টু (হান্স জিমার), শোগান (নিক চুবা, ট্রেন্ট রেজনোর, লিওপোল্ড রস)

বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক (ভিডিও গেমস ও অন্যান্য ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া): অ্যাভাটার-ফ্রন্টিয়ার্স অব প্যান্ডোরা (পিনার টপরাক), গড অব ওয়ার র‌্যাগনারক: ভালহালা (বেয়ার ম্যাকক্রিয়েরি), মারভেল’স স্পাইডার-ম্যান টু (জন পায়সানো), স্টার ওয়ারস আউটলস (উইলবের্ট রজে টু), উইজারড্রি: প্রুভিং গ্রাউন্ডস অব দ্য ম্যাড ওভারলর্ড (উইনিফ্রেড ফিলিপস)

সের গীতিকবি/সুরকার (ভিজ্যুয়াল মিডিয়া): লুক কম্বস (গান: এইন্ট নো লাভ ইন অকলাহোমা, সিনেমা: টুইস্টার্স), এনসিঙ্ক, জাস্টিন টিম্বারলেক (গান: বেটার প্লেস, সিনেমা: ট্রলস ব্যান্ড টুগেদার), অলিভিয়া রড্রিগো (গান: কান্ট ক্যাচ মি নাউ, সিনেমা: দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস), জন ব্যাটিস্ট (ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে, সিনেমা: আমেরিকান সিম্ফোনি), বারবারা স্ট্রাইস্যান্ড (গান: লাভ উইল সারভাইভ, সিনেমা: দ্য ট্যাটুয়িস্ট অব অশউইৎজ)

বেস্ট মিউজিক ভিডিও: ফোর্টনাইট (টেলর সুইফট ফিচারিং পোস্ট ম্যালোন), নট লাইক আস (কেন্ড্রিক ল্যামার), হাউডিনি (এমিনেম), থ্রি সিক্সটি (চার্লি এক্সসিএক্স), টেলর সুইফ (এএসএপি রকি)

বেস্ট মিউজিক ফিল্ম: আমেরিকান সিম্ফোনি, জুন, কিংস ফ্রম কুইনস, স্টিভি ফন জান্ট: ডিসিপল, দ্য গ্রেটেস্ট নাইট ইন পপ

জ্যাজ ও ক্লাসিক্যাল
বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম: অ্যা জয়ফুল হলিডে (সামারা জয়), জার্নি ইন ব্ল্যাক (ক্রিস্টি ড্যাশিয়েল), ওয়াইল্ডফ্লাওয়ার্স ভলিউম ওয়ান (কার্ট এলিং, সালিভ্যান ফোর্টনার), মাই আইডিয়াল (ক্যাথেরিন রাসেল, শন ম্যাসন), মিলতো প্লাস এস্পেরাঞ্জা (মিলতো নাসিমেন্তো, এস্পেরাঞ্জা স্পাল্ডিং)

বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম: সলো গেম (সালিভ্যান ফোর্টনার), রিমেমব্র্যান্স (চিক কোরেয়া, বেলা ফ্লেক), আউল সং (অ্যামব্রোস আকিনমিউজিয়ার ফিচারিং বিল ফ্রিসেল, হারলিন রাইলি), বিয়ন্ড দিজ প্লেস (কেনি ব্যারন ফিচারিং কিয়োশি কিতাগাওয়া, জনাথন ব্লেক, ইমানুয়েল উইলকিন্স, স্টিভ নেলসন), ফিনিক্স রিইমাজিন্ড-লাইভ (লাকেসিয়া বেনিয়ামিন)

বেস্ট অল্টারনেটিভ জ্যাজ অ্যালবাম: নাইট রেইন (আরুজ আফতাব), নিউ ব্লু সান (আন্ড্রে থ্রি থাউজেন্ড), কোড ডেরিভেশন (রবার্ট গ্ল্যাসপার), ফরেভারল্যান্ড (কিয়ন হ্যারল্ড), নো মোর ওয়াটার: দ্য গসপেল অব জেমস বল্ডউইন (মেশেল এন্ডেজিওসেলো)

বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: হেল’স কিচেন, মেরিলি উই রোল অ্যালং, দ্য নোটবুক, দ্য আউটসাইডার্স, সাফস, দ্য উইজ

বেস্ট অপেরা রেকর্ডিং: অ্যাডামস-গার্লস অব দ্য গোল্ডেন ওয়েস্ট (জন অ্যাডামস), কাতান-ফ্লোরেন্সিয়া এন এল আমাজোনাস (ইয়ানিক নেজেট-সেগুয়েন), মোরাভেচ: দ্য শাইনিং (জেরার্ড শোয়ার্জ), পুটস: দ্য আওয়ার্স (ইয়ানিক নেজেট-সেগুয়েন), সারিয়াহো: আড্রিয়ানা মেটার (এসা-পেকা সালোনেন)

বেস্ট অর্কেস্ট্রাল পারফরম্যান্স: জন অ্যাডামস: সিটি নয়্যার-ফিয়ারফুল সিমেট্রিস অ্যান্ড লোলা মন্তেজ ডাজ দ্য স্পাইডার ড্যান্স (জন অ্যাডামস, ম্যারিন অলসপ, ভিয়েনা রেডিও সিম্ফোনি অর্কেস্ট্রা), স্ট্রাভিন্সকি: দ্য ফায়ারবার্ড (এসা-পেকা সালোনেন, সান ফ্রান্সিসকো সিম্ফোনি), সিবেলিয়ুস: কারেলিয়া স্যুট, রাকাস্তাভা অ্যান্ড লেমিনকাইনেন (সুসান্না মালকি, হেলসিনকি ফিলহারমোনিক অর্কেস্ট্রা), অরটিজ: রেভোল্যুসিয়ন দিয়ামান্তিনা (গুস্তাভো দুদামেল, লস অ্যাঞ্জেলেসে ফিলহারমোনিক), কোদাই: হারি আনোস স্যুট; সামার ইভেনিং অ্যান্ড সিম্ফোনি ইন সি মেজর (জোয়ান ফালেটা, বাফেলো ফিলহারমোনিক অর্কেস্ট্রা)

বেস্ট আমেরিকানা অ্যালবাম: দ্য আদার সাইড (টি বোন বার্নেট), নো ওয়ান গেটস আউট অ্যালাইভ (ম্যাগি গ্রেস), ট্রেইল অব ফ্লাওয়ার্স (সিয়েরা ফেরেল), পোলারয়েড লাভারস (সারাহ জারোস), টাইগার্স ব্লাড (ওয়াক্সাহাচি), টেন ডলারস কাউবয় (চার্লি ক্রকেট)

বেস্ট লাতিন পপ অ্যালবাম: লাস মুখেরেস ইয়া নো ইয়োরান (শাকিরা), এল ভিয়াখেঁ (লুইস ফন্সি) গার্সিয়া (কানি গার্সিয়া), ফাঙ্ক জেনারেশন (অনিতা), অর্কিদেয়াস (ক্যালি উচিস)

বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট, অর শান্ট অ্যালবাম: চ্যাপ্টার টু: হাউ ডার্ক ইজ ইজ বিফোর ডন (আনুশকা শঙ্কর), ব্রেক অব ডন (রিকি কেজ)

বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: অ্যা রক সামহোয়্যার (আনুশকা শঙ্কর, জ্যাকব কলিয়ার, বারিজাশ্রী বেনুগোপাল)

সিনেমাওয়ালা প্রচ্ছদ