Connect with us

বিশ্বসংগীত

গ্র্যামি মনোনয়নে সুইফটের রেকর্ড, সামনের সারিতে গায়িকাদের আধিপত্য

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) সিজা, অলিভিয়া রড্রিগো ও টেলর সুইফট (ছবি: এক্স)

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরে নতুন নিয়মের কারণে মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া ছিল কঠিন। কারণ আয়োজকেরা প্রতিটি বিভাগে মনোনীতদের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৮ করেছেন। তবুও সামনের সারিতে গায়িকাদের আধিপত্য চোখে পড়ার মতো।

আমেরিকান গায়িকা টেলর সুইফট মনোনয়নে রেকর্ড গড়েছেন। এবারের সং অব দ্য ইয়ার বিভাগে আছে তার ‘অ্যান্টি-হিরো’র নাম। এর মাধ্যমে গ্র্যামির বর্ষসেরা গানের জন্য সাতবার মনোনীত হলেন তিনি। সং অব দ্য ইয়ার বিভাগে ছয়বার করে মনোনয়ন পেয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন স্যার পল ম্যাককার্টনি ও লায়োনেল রিচি। তাদের টপকে গেছেন সুইফট।

রেকর্ড অব দ্য ইয়ার বিভাগেও মনোনীত হয়েছে ‘অ্যান্টি-হিরো’। সুইফটের ‘মিডনাইটস’ জায়গা করে নিয়েছে অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে। সব মিলিয়ে ছয়বার এই বিভাগে মনোনয়ন পেলেন তিনি। গ্র্যামির ইতিহাসে গায়িকাদের মধ্যে তার আগে কেবল বারবারা স্ট্রাইস্যান্ড ছয়বার মনোনীত হন অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে। সুইফট যদি এবার জেতেন তাহলে প্রথম সংগীতশিল্পী হিসেবে চারবার পুরস্কারটি উঠবে তার হাতে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫২টি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। এরমধ্যে ১২ বার জিতেছেন তিনি।

এবারের আসরে টেলর সুইফট ছাড়াও ছয়টি করে মনোনয়ন পেয়েছেন পপ গায়িকা অলিভিয়া রড্রিগো, বিলি আইলিশ, মাইলি সাইরাস, কান্ট্রি গায়িকা ব্র্যান্ডি ক্লার্ক, বয়জিনিয়াস ব্যান্ড এবং গায়ক জন ব্যাটিস্ট। সামনের সারির সব বিভাগেই মনোনয়ন পেয়েছেন মাইলি সাইরাস। তার ‘ফ্লাওয়ার্স’ গানটি আছে সং অব দ্য ইয়ার এবং রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে। অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে স্থান পেয়েছে মাইলির ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’।

ক্যারিয়ারের প্রথম দুই অ্যালবাম দিয়েই গ্র্যামির অ্যালবাম, সং ও রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাওয়া গায়িকা বনে গেছেন ২০ বছর বয়সী অলিভিয়া রড্রিগো। এবারের আসরে ‘ভ্যাম্পায়ার’ গানটি এবং ‘গাটস’ অ্যালবাম তাকে এই অর্জন এনে দিয়েছে।

বিলি আইলিশ (ছবি: এক্স)

হলিউডের ব্লকবাস্টার ‘বার্বি’র ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ গানের সুবাদে সং অব দ্য ইয়ার এবং রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ। ‘বার্বি’ ছবির বিভিন্ন গান মোট ১২টি বিভাগে মনোনীত হয়েছে। এরমধ্যে দুয়া লিপার ‘ড্যান্স দ্য নাইট’ আছে সং অব দ্য ইয়ার বিভাগে। ভিজ্যুয়াল মিডিয়ার জন্য নির্মিত সেরা গান বিভাগে রয়েছে নিকি মিনাজ ও আইস স্পাইসের ‘বার্বি ওয়ার্ল্ড’ এবং ‘বার্বি’র অভিনেতা রায়ান গসলিংয়ের ‘আইম জাস্ট কেন’।

গত ১০ নভেম্বর গ্র্যামির মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়ে। সর্বাধিক ৯টি বিভাগে মনোনীত হয়েছেন আমেরিকার গায়িকা সিজা। ৩৪ বছর বয়সী এই তারকার ‘এসওএস’ অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে এবং ‘কিল বিল’ আছে সং ও রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে। কোয়েন্টিন টারান্টিনোর ‘কিল বিল’ চলচ্চিত্র থেকে গানটির নামকরণ হয়েছে।

৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনীত কয়েকজন সংগীতশিল্পী (ছবি: এক্স)

বেস্ট নিউ আর্টিস্ট বিভাগসহ দ্বিতীয় সর্বোচ্চ সাতটি মনোনয়ন পেয়েছেন আমেরিকান তারকা ভিক্টোরিয়া মোনে। তার ‘অন মাই মামা’ মনোনীত হয়েছে রেকর্ড অব দ্য ইয়ার এবং সেরা রিদমঅ্যান্ডব্লুজ গান বিভাগে।

পাঁচটি বিভাগে মনোনীত হয়েছেন লানা ডেল রে। এর আগে কখনও গ্র্যামি জেতেননি তিনি। তবে এবার বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম এবং বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স বিভাগ দুটিতে তার জয়ের সম্ভাবনা প্রবল।

বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে মনোনীতদের মধ্যে আছেন ৩৮ বছর বয়সী আমেরিকান গায়িকা জেলি রোল। ‘নিড অ্যা ফেভার’ গানের সুবাদে তিনি জিতলে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারটি পাওয়ার রেকর্ড গড়বেন। এখন এটি শেরিল ক্রো দখলে রেখেছেন। ৩৩ বছর বয়সে তিনি এটি জিতেছেন।

গ্র্যামি অ্যাওয়ার্ডস

২০২২ সালের ১ অক্টোবর থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত গান বিবেচনা করা হয়েছে। ভোটাররা হলেন কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক, শব্দ প্রকৌশলীরা। সং অব দ্য ইয়ার বিভাগে গীতিকবি ও সুরকার পুরস্কার পেয়ে থাকেন। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে স্বীকৃতি দেওয়া হয় রেকর্ডিং প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। যেমন প্রযোজনা, প্রকৌশল কার্যক্রম ও পারফরম্যান্স।

২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডস। তবে সঞ্চালকের নাম এখনও ঘোষণা করা হয়নি।

গ্র্যামির গত আসরে চারটি পুরস্কার পান পপতারকা বিয়ন্সে। এর মধ্য দিয়ে তার ঝুলিতে যোগ হয়েছে রেকর্ডসংখ্যক ৩২টি গ্র্যামি। তিনি ও তার স্বামী রেপার জে-জি সর্বাধিক ৮৮টি করে মনোনয়ন পেয়েছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ