ছবিঘর
গ্র্যামি ২০২৩: লালগালিচায় বাহারি পোশাকে আকর্ষণীয় গায়িকারা
গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরের লালগালিচায় বাহারি পোশাকে জৌলুস ছড়িয়েছেন সংগীত তারকারা। তাদের জমকালো ফ্যাশন এখন আলোচিত হচ্ছে। কেউ কেউ আলো কেড়েছেন একটু বেশি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ক্যামেরাবন্দি হওয়া তেমন আকর্ষণীয় কয়েকজনকে দেখে নিন ছবিতে।

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান রবার্তো কাভাল্লির ঝকঝকে নীল গাউনে টেলর সুইফট (ছবি: টুইটার)

ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের সাজানো ভাস্কর্যের মতো দেখতে গাঢ় নীল গাউনে র্যাপার কার্ডি বি (ছবি: টুইটার)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান দলচে অ্যান্ড গ্যাবানার ফুলেল গাউনে আমেরিকান গায়িকা লিজো (ছবি: টুইটার)

ইতালিয়ান প্রতিষ্ঠান ভ্যালেন্তিনোর গাঢ় লাল বেশভূষায় ব্রিটিশ গায়ক স্যাম স্মিথ ও জার্মান গায়িকা কিম পেট্রাস (ছবি: টুইটার)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান মসকিনোর গোলাপি গাউনের সঙ্গে মিলিয়ে হাতমোজা ব্যবহার করেছেন আমেরিকান গায়িকা বেবি রেক্সা (ছবি: টুইটার)

ইতালিয়ান প্রতিষ্ঠান ভ্যালেন্তিনোর গোলাপি বডিস্যুটে আমেরিকান গায়িকা কেসি মাসগ্রেভস (ছবি: টুইটার)

ব্রিটিশ-আমেরিকান ডিজাইন হ্যারিস রিডের সাজানো প্যান্টস্যুট ও টুপিতে আমেরিকান গায়িকা শানায়া টোয়ায়েন (ছবি: টুইটার)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান ভেরসাচের এককাঁধ খোলা কালো গাউন ও হাতমোজায় আমেরিকান র্যাপার ডোজা ক্যাট (ছবি: টুইটার)

লেবানিজ ফ্যাশন ডিজাইনার জুহাইর মুরাদের গাউনে আমেরিকান অভিনেত্রী মেগান ফক্স এবং দলচে অ্যান্ড গ্যাবানার পোশাকে আমেরিকান র্যাপার মেশিন গান কেলি (ছবি: টুইটার)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান মিউ মিউ’র কালো সিল্ক জর্জেটের গাউনে আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো (ছবি: টুইটার)

আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুঙের হলুদ গাউনে আমেরিকান গায়িকা কেলসি ব্যালেরিনি (ছবি: টুইটার)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান ভেরসাচের ২০০৩ সালের বসন্ত-গ্রীষ্মকালীন সংগ্রহশালার পুরনো গাউনে ব্রাজিলিয়ান গায়িকা আনিতা (ছবি: টুইটার)

দুই পা খোলা আকর্ষণীয় গাউনে আমেরিকান গায়িকা জুলিয়া মাইকেল (ছবি: টুইটার)

উজ্জ্বল বেগুনি-লাল স্কার্ট ও হাতমোজায় আমেরিকান আরঅ্যান্ডবি গায়িকা হানা মন্ডস (ছবি: টুইটার)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান গুচির সৌজন্য হিসেবে দেওয়া পোশাকে ইউরোভিশন বিজয়ী ইতালিয়ান রক ব্যান্ড মানেস্কিনের সংগীতশিল্পীরা (ছবি: টুইটার)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান ভেরসাচের পোশাকে আমেরিকান গায়িকা ব্র্যান্ডি কার্লাইল (মাঝে) এবং লুসিয়াস ব্যান্ডের হলি ল্যাসিগ ও জেস উলফ (ছবি: টুইটার)

এককাঁধ খোলা পোশাকে বারবাডোজের গায়িকা আমান্ডা রেইফার (ছবি: টুইটার)

কিম ক্যাসাস ব্র্যান্ডের কাঁধখোলা পোশাকে ও আইলিন জয়ের অলঙ্কারে আমেরিকান অভিনেত্রী লেভার্ন কক্স (ছবি: টুইটার)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস