Connect with us

বলিউড

ঘরে চুরির সময় ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান হাসপাতালে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সাইফ আলি খান (ছবি: ফেসবুক)

বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজের বাসায় চুরির চেষ্টার ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তার কব্জিতে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে। দ্রুত সুস্থতা নিশ্চিতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ৫৪ বছর বয়সী এই তারকাকে। 

লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নিরাজ উত্তমানি জানান, অস্ত্রোপচারের পর বলা যাবে ক্ষত কতোটা গভীর।

কারিনা কাপুর ও সাইফ আলি খান (ছবি: টুইটার)

গতকাল দিবাগত (১৬ জানুয়ারি) রাত ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে মুম্বাইয়ে পতৌদি প্যালেসে অস্বাভাবিক শব্দে সাইফের ঘুম ভেঙে যায়। এরপর তিনি ঘরে একজন অনুপ্রবেশকারীকে দেখেন। সাহস নিয়ে ওই অজ্ঞাত ব্যক্তির মুখোমুখি হলে ধস্তাধস্তিতে সাইফ আহত হন। তাকে বাহু, কব্জি ও শিরদাঁড়ায় একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। এরমধ্যে দুটি গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আওয়াজ পেয়ে বাড়ির সবাই উঠে গেলে ওই দুষ্কৃতী বেরিয়ে চলে যায়। পরে সাইফকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার ছেলে ইব্রাহিম আলি খান ও একজন গৃহকর্মী। রাত ৩টা ৩০ মিনিটের সময় তার চিকিৎসা শুরু হয় লীলাবতী হাসপাতালে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে।

সাইফ আলি খান (ছবি: ফেসবুক)

সাইফ আলি খানের টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। এতে গণমাধ্যম ও ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তারা। বিবৃতিতে উল্লেখ রয়েছে, এটি পুলিশের ব্যাপার। তাদের পক্ষ থেকে পরিস্থিতির আপডেট দেওয়া হবে। বান্দ্রা থানা পুলিশ চুরির চেষ্টার ঘটনায় তদন্ত শুরু করেছে। এর অংশ হিসেবে তারা সাইফের বাসা থেকে প্রমাণ সংগ্রহে নেমেছেন। একইসঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

সিনিয়র পুলিশ অফিসার গেদাম দীক্ষিত জানান, সাইফ এখন শঙ্কামুক্ত।

দুই ছেলে তৈমুর ও জেহের সঙ্গে কারিনা কাপুর ও সাইফ আলি খান (ছবি: টুইটার)

মুম্বায়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে পরিবার নিয়ে থাকেন সাইফ। তিনি ছাড়াও এই বাসার অন্য সদস্যরা হলেন স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, তাদের দুই সন্তান আট বছরের তৈমুর ও চার বছরের জেহ।

কারিনার প্রতিনিধিরা জানান, পরিবারের বাকি সবাই নিরাপদে আছেন।

এদিকে সাইফের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

সাইফ আলি খান (ছবি: ফেসবুক)

ঠিক বছরখানেক আগে জানুয়ারিতেই শুটিং করতে গিয়ে হাঁটু ও কনুইয়ের পুরনো আঘাত বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাইফ। তখন অসহ্য যন্ত্রণার কারণে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ