টালিউড
চঞ্চলের সিনেমার জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা

অমিতাভ বচ্চন ও চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)
ভারতের পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ‘পদাতিক’ সিনেমার প্রচারণামূলক পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
আজ (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় সকালে টুইটার ও ইনস্টাগ্রামে টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘সমস্ত শুভ কামনা।’ চঞ্চল, সৃজিত ও তাদের সিনেমার নাম হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন তিনি।
T 4524 – All good wishes .. #Padatik #ChanchalChowdhury #SrijitMukherji pic.twitter.com/XjLI0yBJUu
— Amitabh Bachchan (@SrBachchan) January 11, 2023
১৯৬৯ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের হিন্দি সিনেমা ‘ভুবন সোম’-এর নেপথ্যে ধারাবর্ণনা দিয়েছেন অমিতাভ বচ্চন। তারা ওই একবারই একসঙ্গে কাজ করেছিলেন। একই বছর খাজা আহমেদ আব্বাস পরিচালিত ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অমিতাভের। এতে আনোয়ার আলি চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সেরা নবাগত হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও রানি মুখার্জির পাশে চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)
সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী আয়োজনে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একমঞ্চে ছিলেন চঞ্চল চৌধুরী। তাদের সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Thank you so much @SrBachchan sir, this means the world to us! #Padatik #MrinalSenCentenary https://t.co/DAezDKte3c
— Srijit Mukherji (@srijitspeaketh) January 11, 2023
বিগ বি’র টুইটটি রিটুইট করে সৃজিত মুখার্জি লিখেছেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যার। আপনার শুভকামনা পেয়ে মনে হচ্ছে পৃথিবী হাতের মুঠোয়!’
চলতি বছরের ১৪ মে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে তৈরি হচ্ছে ‘পদাতিক’। রিটুইটে হ্যাশট্যাগ জুড়ে দিয়ে সেই তথ্য জানিয়েছেন সৃজিত মুখার্জি। গত বছরের ১৪ মে মৃণাল সেনের জীবনে অনুপ্রাণিত একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন তিনি। পরে এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জি (ছবি: ফেসবুক)
গত ৩০ ডিসেম্বর ‘পদাতিক’ সিনেমার একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৃজিত মুখার্জি। এতে দেখা গেছে, একটি বড় রাস্তায় পাজামা-পাঞ্জাবি পরে হেলে আছেন মৃণাল সেন। তার নিচে লেখা ‘পদাতিক’। এতে উল্লেখ রয়েছে চঞ্চল চৌধুরীর নাম। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং বিগ স্ক্রিন প্রোডাকশনের ব্যানারে তৈরি হবে এটি।
‘পদাতিক’ নামটি মৃণাল সেনের একটি সিনেমার নাম থেকে নেওয়া। কলকাতা শহরকে নিয়ে ট্রিলজি নির্মাণ করেছিলেন তিনি। এগুলো হলো ‘ইন্টারভিউ’ (১৯৭১), ‘কলকাতা ৭১’ (১৯৭১) এবং ‘পদাতিক’ (১৯৭৩)।

মনামী ঘোষ (ছবি: ইনস্টাগ্রাম)
‘পদাতিক’ হতে যাচ্ছে কলকাতায় চঞ্চলের প্রথম সিনেমা। এতে তার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে তাকে। তার অভিনীত সিনেমার তালিকায় উল্লেখযোগ্য ‘ভূতের ভবিষ্যৎ’ (২০১২), ‘বেলা শেষে’ (২০১৫), ‘বেলা শুরু’ (২০২২)। ছোট পর্দায় স্টার জলসার ‘ইরাবতির চুপকথা’ এবং ইটিভি বাংলার ‘বিন্নি ধানের খই’ সিরিয়ালে দ্বৈত চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)
গত বছরের আগস্টে ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট-১’ দেখে চঞ্চল চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন সৃজিত মুখার্জি। কোনো বাক্য উচ্চারণ না করেও সাত পর্বের পুরো সিরিজ জুড়ে অনবদ্য অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। যেন কিছু না বলেই কতো কথা বলে দিলেন! সোশ্যাল মিডিয়ায় সৃজিত লিখেছেন, ‘অভিনয় শেখার প্রতিষ্ঠানে চঞ্চল চৌধুরীর চোখ সংরক্ষণ করলে আগামী প্রজন্ম শিখতে পারবে।’
সৃজিতের ফেসবুক স্ট্যাটাসে তখন অনেক ভক্ত-দর্শক চঞ্চল চৌধুরীকে নিয়ে ভালো গল্পের সিনেমা কিংবা ওয়েব সিরিজ বানাতে আহ্বান জানান। দুই বাংলার এই দুই প্রতিভার রসায়ন দেখতে উন্মুখ ছিলেন সবাই। তাদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস