ওটিটি
চঞ্চল ও তাসনিয়া ফারিণ এখন নিউ ইয়র্কে

চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)
ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট ওয়ান’-এ একসঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সামনে আসবে সিরিজটির দ্বিতীয় পার্ট। তার আগে তারা গেলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নেবেন জনপ্রিয় দুই তারকা।
রবিবার (১৬ অক্টোবর) আমেরিকায় পৌঁছে চঞ্চল চৌধুরী নিউ ইয়র্ক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। এতে দেখা গেছে- গাছ-গাছালি, ঘরবাড়ি, খাল-বিল ও মহাসড়ক পেরিয়ে রানওয়েতে নামছে বিমান। তিনি লিখেছেন, ‘কী দারুণ অবতরণ! নিউ ইয়র্কে নিরাপদে পৌঁছালাম।’
চঞ্চল ও তাসনিয়া ফারিণের সঙ্গে একই ফ্লাইটে নিউ ইয়র্ক গেছেন আরও কয়েকজন তারকা। তারা হলেন অভিনেতা ইমন ও জিয়াউল হক পলাশ, অভিনেত্রী ফারিয়া শাহরিন ও শাহনাজ খুশি।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এর আগের দিন নিউ ইয়র্কে পা রেখেছেন দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশা এবং নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নিউ ইয়র্কের কুইন্সে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।
জানা গেছে, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নেওয়ার পর আমেরিকায় কয়েকদিন বেড়াবেন বাংলাদেশের তারকারা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস