সিনেমা হল
চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সে দর্শক বাড়াবে ‘অ্যাভাটার’ সিক্যুয়েল

চট্টগ্রাম শহরের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স (ছবি: সিনেমাওয়ালা)
চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখার পাঁচদিন পূর্ণ হলো। অভিজাত এই মাল্টিপ্লেক্স সিনেমা হলে এখন রায়হান রাফী পরিচালিত ‘দামাল’, রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’, তানিম আহমেদ অংশু পরিচালিত ‘ন ডরাই’ এবং মারভেল স্টুডিওসের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ সিনেমাগুলো চলছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ সিনেমাওয়ালা নিউজকে বলেন, “এখন যেসব সিনেমা চলছে সেগুলো নতুন কন্টেন্ট না। দর্শক পেতে একটু সময় লাগবে। তবে আমরা চট্টগ্রাম শাখা নিয়ে অনেক আশাবাদী। ভালো কন্টেন্টের অপেক্ষায় আছি আমরা। ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল আসছে চলতি ডিসেম্বরেই। তখন দর্শক উপচে পড়বে বলে আমরা আশা করি।”

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টুইটার)
জেমস ক্যামেরনের বহুল প্রত্যাশিত মহাকাব্যিক সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর। আশা করা হচ্ছে, সেদিন থেকেই চট্টগ্রামসহ স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দেখা যাবে এই সিনেমা।

চট্টগ্রাম শহরের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: সিনেমাওয়ালা)
ঢাকার বাইরে চট্টগ্রামেই প্রথমবার শাখা খুললো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। গত ২ ডিসেম্বর এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে উড়ে যান তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। এছাড়া ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বালি আর্কিডের স্বত্বাধিকারী সোলায়মান শেঠ। তাদের স্বাগত জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

চট্টগ্রাম শহরের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স (ছবি: সিনেমাওয়ালা)
গত ৩ ডিসেম্বর থেকে দর্শকরা স্টার সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন। এখানে রয়েছে তিনটি সিনেমা হল। এগুলোর আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (সিনেমা হল-১), ১৯৬ (সিনেমা হল-২) এবং ১২৫ (সিনেমা হল-৩)। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে এগুলোতে।

চট্টগ্রাম শহরের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স (ছবি: সিনেমাওয়ালা)
২০০৪ সালের ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ঢাকায় এর পাঁচটি শাখা রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (পুরনো রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এগুলো অবস্থিত। এছাড়া ঢাকার বগুড়া এবং রাজশাহীতে নতুন শাখার নির্মাণ কাজ চলছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস