Connect with us

সিনেমা হল

পঞ্চম সপ্তাহে ‘তুফান’, ৪৫ শো স্টার সিনেপ্লেক্সে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার পোস্টারে মিমি চক্রবর্তী, শাকিব খান, মাসুমা রহমান নাবিলা ও চঞ্চল চৌধুরী (ছবি: আলফা-আই স্টুডিওস)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ মুক্তির পঞ্চম সপ্তাহে পা রাখলো। এখনো দুরন্ত গতিতে ব্যবসা করছে এটি। দর্শক চাহিদা অব্যাহত থাকায় অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স আগামী ১৮ জুলাই পর্যন্ত এই সিনেমাকে ৪৫টি শো বরাদ্দ দিয়েছে।

আজ (১২ জুলাই) থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় ১০টি, এসকেএস টাওয়ার শাখায় ৮টি, সীমান্ত সম্ভার শাখায় ৭টি, মিরপুরে সনি স্কয়ার শাখায় ৭টি, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর শাখায় ৪টি, চট্টগ্রামের বালি আর্কেড শাখায় ৬টি, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে ৩টি করে শো চালানো হচ্ছে। এরমধ্যে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর শাখায় কেবল আজ দুটি শো থাকবে। আগামীকাল থেকে প্রতিদিন ৪টি শো চলবে এখানে।

শাকিবের ‘তুফান’ নিয়ে দেশ-বিদেশে ডামাডোল অব্যাহত রয়েছে। ঈদুল আজহার দিন (১৭ জুন) মুক্তির পর থেকে দারুণ ব্যবসা করছে রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। এসভিএফের পরিবেশনায় বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এটি। এরমধ্যে রয়েছে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক, সিঙ্গাপুর, আবুধাবি, ওমান, কাতার ও বাহরাইন। এরপর ৫ জুলাই ভারতে মুক্তি পায় সিনেমাটি। আগামী ২৮ জুলাই ‘তুফান’ মুক্তি পাবে মালয়েশিয়ায়।

‘তুফান’ সিনেমার পোস্টারে মাসুমা রহমান নাবিলা, শাকিব খান, মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী (ছবি: আলফা-আই স্টুডিওস)

‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সিআইডি আকরাম চরিত্রে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে পর্দায় এসেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী (ছবি: আলফা-আই স্টুডিওস)

সিনেমাটির সব গান সাড়া ফেলেছে। আকাশ সেনের কথা, সুর ও সংগীতে ‘দুষ্টু কোকিল’ গেয়েছেন দিলশাদ নাহার কনা। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরিফ রহমান জয়। এতে র‍্যাপ করেছেন রাপাস্তা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আইটেম গান ‘লাগে উরাধুরা’ গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এটি লিখেছেন শরিফ উদ্দিন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজ্জাক দেওয়ান ও প্রীতম হাসান।

‘তুফান’ প্রযোজনা করেছেন প্রযোজক আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। এর ডিজিটাল পার্টনার চরকি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ