Connect with us

ওটিটি

চরকিতে কালজয়ী ৮ সিনেমা নিয়ে ‘সত্যজিৎ স্পেশাল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সত্যজিৎ রায়ের সিনেমার পোস্টার
সত্যজিৎ রায় পরিচালিত ‘হীরক রাজার দেশে’, ‘অশনি সংকেত’ এবং ‘পথের পাঁচালী’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)

বাংলা সিনেমার অন্যতম দিকপাল ও পথিকৃৎ সত্যজিৎ রায়। আজ তাঁর ১০১তম জন্মদিন।

১৯২১ সালের ২ মে কলকাতায় বিশিষ্ট ছড়াকার সুকুমার রায় ও সুপ্রভা দেবীর ঘরে জন্ম নেন সত্যজিৎ রায়। তিনি ছিলেন একাধারে চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক ও লেখক।

সত্যজিৎ রায়

সত্যজিৎ রায় (ছবি: সংগৃহীত)

অস্কারজয়ী এই নির্মাতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে মে মাস জুড়ে তার আটটি সিনেমা নিয়ে চরকিতে সাজানো হয়েছে ‘সত্যজিৎ স্পেশাল’। আজ মুক্তি পাবে ‘হীরক রাজার দেশে’।

আগামী ৯ মে দর্শক দেখতে পারবে ‘অশনি সংকেত’ ও ‘সোনার কেল্লা’। এরমধ্যে ‘অশনি সংকেত’ সিনেমায় অনঙ্গ বউয়ের ভূমিকায় অভিনয় করেছেন ববিতা।

সত্যজিৎ রায়ের সিনেমার পোস্টার

সত্যজিৎ রায় পরিচালিত ‘চিড়িয়াখানা’, ‘সোনার কেল্লা’ এবং ‘অপরাজিত’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)

চরকি জানিয়েছে, আগামী ১৬ মে ‘পথের পাঁচালি’ ও ‘অপরাজিত, ২৩ মে ‘অভিযান’ ও ‘চিড়িয়াখানা’ এবং ৩০ মে ‘জলসাঘর’ মুক্তি পাবে এই ওটিটি প্ল্যাটফর্মে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ