ঢালিউড
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২৮ ডিসেম্বর, কোন পদে কে প্রার্থী

(বাঁ থেকে) মুশফিকুর রহমান গুলজার, শাহীন-সুমন, সাফি উদ্দিন সাফি ও শাহীন কবির টুটুল (ছবি: ফেসবুক)
চলচ্চিত্র পরিচালক সমিতির দুই বছর মেয়াদি (২০২৫-২৬) নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। এ উপলক্ষে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) এখন বইছে নির্বাচনি হাওয়া। এফডিসিতে এখন পরিচালকদের ভিড় চোখে পড়ার মতো। প্রার্থীরা সবাই ভোট পেতে প্রচারণা চালাচ্ছেন।
এবারে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে দুটি প্যানেল রয়েছে। ‘পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো’ প্রতিশ্রুতি নিয়ে একটি প্যানেলের সভাপতি পদে শাহীন-সুমন ও মহাসচিব প্রার্থী হয়েছেন শাহীন কবির টুটুল। শাহীন-সুমন আগের কমিটিতে মহাসচিব ও শাহীন কবির টুটুল সাংগঠনিক সচিব ছিলেন।
‘যদি আপনাদের রায় পাই, চলচ্চিত্রকে জাগাতে চাই’ প্রতিপাদ্য নিয়ে অন্য প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী হয়েছেন সাফি উদ্দিন সাফি।

শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা (ছবি: ফেসবুক)
শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদে সহ-সভাপতি পদের জন্য লড়বেন বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর। তার প্রতিদ্বন্দ্বী সমমনা ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রার্থী আবুল খায়ের বুলবুল।
শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের অন্য প্রার্থীরা হলেন অপূর্ব রানা (উপ-মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), ওয়াজেদ আলী বাবলু (প্রচার, প্রকাশনা ও দফতর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব)। এছাড়া নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন সাঈদুর রহমান সাঈদ, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, মো. জয়নাল আবেদীন, হাবিবুল ইসলাম হাবিব, এখলাস আবেদীন ও বুলবুল বিশ্বাস।

মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দিন সাফির সমমনা ঐক্য পরিষদের প্রার্থীরা (ছবি: ফেসবুক)
সমমনা ঐক্য পরিষদের অন্য প্রার্থীরা হলেন মো. সালাহউদ্দিন (উপ-মহাসচিব), সায়মন তারিক (কোষাধ্যক্ষ), রফিক সিকদার (প্রচার, প্রকাশনা ও দফতর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব), মোস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব)। এছাড়া নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন সাবেক দুই মহাসচিব শাহ আলম কিরণ ও বদিউল আলম খোকন, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, গাজী মাহবুব, মো. আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয় সরকার, মো. আতিকুর রহমান লাভলু।
সমমনা ঐক্য পরিষদের আব্দুর রহিম বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সচিব নির্বাচিত হয়েছেন। কারণ শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের সাংগঠনিক সচিব পদে মারিয়া আফরিন তুষারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস