Connect with us

ঢালিউড

‘চাঁদ মামা’ ট্রেন্ডিংয়ের শীর্ষে, ‘বরবাদ’ ও ‌‘তাণ্ডব’ ঝলকে শাকিবের রাজত্ব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

ঢালিউড সুপারস্টার শাকিব খান সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি প্রতিযোগিতা করি না, রাজত্ব করি।’ শুধু কথার কথা না, কাজেও এর প্রমাণ রেখে চলেছেন তিনি। অনলাইনে এখন খান সাহেবের রাজত্ব চলছে। তার অভিনীত ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে আছে। সিনেমাটির আরেক গান ‘মায়াবী’র একঝলক দেখে উচ্ছ্বসিত দর্শক-ভক্তরা। চাঁদরাতে এসেছে ‘বরবাদ’-এ শাকিবের নতুন লুকের পোস্টার। এছাড়া নায়কের আরেক সিনেমা ‘তাণ্ডব’-এর ফার্স্টলুক পোস্টার ভাইরাল হয়েছে। 

‘বরবাদ’ সিনেমার নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে শাকিব লিখেছেন, ‘এখন খেলা শেষ করার সময়! চূড়ান্ত লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করুন। সাহস থাকলে মুখোমুখি হোন।’

‘চাঁদ মামা’ গানে নুসরাত জাহান ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

প্রীতম হাসানের লেখা, সুর করা ও গাওয়া ‘চাঁদ মামা’ গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। এ নিয়ে বড় পর্দায় দ্বিতীয়বার তাদের রসায়ন দেখা যাবে। ২০১৮ সালে কলকাতার রাজীব কুমার বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ সিনেমায় জুটি বাঁধেন তারা।

‘বরবাদ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের পৃথক দুটি ইউটিউব চ্যানেলে গত ২৮ মার্চ এসেছে ‘চাঁদ মামা’ গানটি। এরমধ্যে রিয়েল এনার্জি প্রোডাকশন চ্যানেলে এর ভিউ সংখ্যা ২০ লাখ বারের বেশি। প্রীতমের চ্যানেলে সেই সংখ্যা প্রায় ১৫ লাখ বার।

‘মায়াবী’ গানে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

আইটেম গানে শাকিবের সঙ্গে নুসরাত থাকলেও ‘বরবাদ’-এর মূল নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর আবার শাকিবের সঙ্গে তার জুটি বড় পর্দায় ফিরছে। এবার নীতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। ইতোমধ্যে দুটি গানে তাদের রসায়নের ঝলক দেখা গেছে। একটি হলো প্রীতম হাসানের সুর করা ও গাওয়া ‘দ্বিধা’। অন্যটি হলো জি.এম. আশ্রাফের লেখা, সুর করা ও গাওয়া ‘নিঃশ্বাস’।

এবার ‘মায়াবী’ গানের শাকিব ও ইধিকার রসায়ন পাওয়া যাবে। ‘কিশোরী’ গানের জুটি রিতাম সেনের কথা ও রথিজিৎ ভট্টাচার্যের সুরে এটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল।

‘বরবাদ’ সিনেমার পোস্টারে যীশু সেনগুপ্ত, শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

ঈদুল ফিতরে মুক্তি পাবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মানব সাচদেব, শ্যাম ভট্টাচার্য।

‘তাণ্ডব’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

এদিকে গত ২৮ মার্চ নিজের পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার পোস্টার শেয়ার করে রায়হান রাফী লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা মেগাস্টার শাকিব খান! দম বন্ধ করে রাখুন, তাণ্ডব আসছে!’

একই পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান লিখেছেন ,“সিনেকম্প সতর্কতা ‘বরবাদ’। পরবর্তী আকর্ষণ ‘তাণ্ডব’।”

সিনেমাওয়ালা প্রচ্ছদ