বলিউড
চার দিনে চার বছরের কষ্ট ভুলে গেছেন শাহরুখ!
‘পাঠান’ সিনেমার মাধ্যমে চার বছরের বেশি সময় পর বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্রধান চরিত্রে তার সর্বশেষ সিনেমা আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। কিন্তু বক্স অফিসে আহামারি সাফল্য পায়নি এটি। ‘পাঠান’ দুর্দান্ত সাফল্য পাওয়ায় সেই কষ্ট ভুলে গেছেন শাহরুখ খান। তিনি বলেন, ‘করোনার ভালো-মন্দ উভয় দিক ছিলো। তখন কাজ করিনি। সন্তানদের সঙ্গে ছিলাম। তাদের বেড়ে ওঠা দেখেছি। আমার সর্বশেষ সিনেমা ব্যবসাসফল হয়নি। অনেকে বলেছিল, আমার সিনেমা আর চলবে না। তাই বিকল্প পেশা হিসেবে ইতালিয়ান খাবার রান্না করার কথা ভেবেছিলাম! গত চার দিন আমার গত চার বছরের কষ্ট ভুলে গেছি।’
পাঁচ দিনে বিশ্বব্যাপী ৫৪২ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছে ‘পাঠান’। এমন অভূতপূর্ব সাফল্য উদযাপনের জন্য অবশেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিন তারকা। গতকাল (৩০ জানুয়ারি) মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে ছিলো এই আয়োজন।
অনুষ্ঠানে ৫৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘সাফল্যের কোনো ফর্মুলা নেই। আমিও অন্যদের মতো সমান উদ্বিগ্ন হই এবং ভয় পাই। এমন হওয়াই স্বাভাবিক। নবীনদেরও দুশ্চিন্তা করা ঠিক নয়। জীবনকে উপভোগ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সবসময় গড়ে তোলার দিকে মনোযোগ দিলে ভালো। আমাদের নিজস্ব সংস্কৃতি, পুরনো গল্প ও এই সুন্দর দেশে যা যা আছে সবই আঁকড়ে রাখতে হবে। গল্পগুলো বলতে হবে আধুনিক ও ভিন্নভাবে। আমরা শুধু নবীনদের ভাষায় কথা বলার চেষ্টা করছি, যা বদলে গেছে। পুরনো গল্প বলার জন্য এই ভাষা ব্যবহার করা দরকার।’
‘পাঠান’ মুক্তির আগে শাহরুখ, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম গণমাধ্যমের সামনে আসেননি। করোনাকালে তাদের এই সিনেমার শুটিং হয়। শাহরুখ বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। আর এখন চারদিক থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি। আমরা যতো কৃতজ্ঞতা জানাই যথেষ্ট হবে না। সিনেমায় প্রাণ ফিরিয়ে আনার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দর্শকদের ধন্যবাদ জানাই।’
বড় পর্দা থেকে শাহরুখের বিরতি ও প্রত্যাবর্তন প্রসঙ্গে জন আব্রাহাম রসিকতা করে বলেন, ‘শাহরুখ খান ফিরে আসেননি। তিনি মাঝে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন! তিনি সবসময়ই ছিলেন এবং আছেন।’
শাহরুখ খানের সঙ্গে প্রথমবার কাজ করেছেন জন আব্রাহাম। তিনি বলেন, ‘শাহরুখ খান শুধুই একজন অভিনেতা নন, তিনি একটি আবেগ। এতোদিন ভাবতাম আমি অ্যাকশন হিরো। আমার মনে হয়, শাহরুখ খান এখন ভারতের এক নম্বর অ্যাকশন হিরো। তিনি আগে কেনো অ্যাকশন তারকা হননি সেটা ভেবে সত্যি অবাক লাগে। তিনি খুব আত্মবিশ্বাসী ও সাবলীল। তিনি মারতে বললেও তাকে আঘাত করতে ভয় লাগতো। তিনি ভারতের জাতীয় সম্পদ।’
জন আব্রাহাম প্রসঙ্গে শাহরুখের মূল্যায়ন হলো, ‘একজন দর্শক হিসেবে আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি, সিনেমাটির মেরুদণ্ড হলো জিম চরিত্রে জন আব্রাহামের অভিনয়। শুটিংয়ে জন আমার প্রতি খুব সদয় ছিলো। সে আমার সঙ্গে অনেকদিন ধরে অ্যাকশন দৃশ্যের মহড়া করেছে। আমি ভেবেছিলাম, সে নিখুঁত হতে চায়। কিন্তু তিন দিন পর বুঝতে পেরেছি, আমি যাতে আঘাত না পাই সেজন্য আমাকে অভ্যস্ত করে তুলছে জন।’
দীপিকা পাড়ুকোনের প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’-এর (২০০৭) নায়ক শাহরুখ খান। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ৮ বছরের বেশি সময় পর আবার তাদের একফ্রেমে দেখা গেলো। শাহরুখের সবশেষ ব্যবসাসফল সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর নায়িকা তিনিই।
দীপিকার কথায়, ‘শাহরুখ খানকে একজন শিল্পী হিসেবে আমি অনেক সম্মান করি। তবে একজন ভালো মানুষ হিসেবে তার চেয়েও বেশি শ্রদ্ধা করি।’
সংবাদ সম্মেলনে কালো গাউনের ওপর গোলাপি, সবুজ ও হলুদ রঙের মিশ্রিত ফুলেল ছাপে সাজানো পোশাক পরে এসেছিলেন দীপিকা। এটি ডিজাইন করেছেন গৌরি ও নয়নিকা।
পাঠান একের পর এক রেকর্ড ভেঙে দেওয়ায় কেমন লাগছে জানতে চাইলে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা রেকর্ড ভাঙতে কাজ করিনি। আমরা সঠিক উদ্দেশ্য নিয়ে ভালোবেসে সিনেমাটি তৈরি করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ভালো সময় কাটিয়েছি। আমার প্রথম সিনেমায় শাহরুখ খান আমাকে এটা শিখিয়েছিলেন। তিনি আমাকে বলেন, যাদের সঙ্গে কাজ করলে ভালো সময় কাটবে বলে মনে হবে তাদের সঙ্গেই কাজ করার চেষ্টা করো। আমি মনে করি, এটাই বিশাল পার্থক্য গড়ে দেয়। আমাদের লক্ষ্য ছিলো দর্শকদের একত্রিত করা। আজ আমরা সেটাই দেখছি।’
‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি শাহরুখ, ‘একজন এখানে নেই। আমার সবাই তাকে অন্য যে কারো চেয়ে বেশি ভালোবাসি। ভাই এখানে নেই। সিনেমাটি এতো চমৎকার করে তোলায় সালমান তোমাকে ধন্যবাদ। আমার কাছে সিনেমাটির অন্যতম সেরা সংলাপ হলো তার বলা– পেইনকিলার আছে, চুইংগাম নেই!’
পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘শাহরুখ খানের সিনেমা যদি ভালো ব্যবসা না করে তাহলে ধরে নিতে হবে পরিচালক তাকে সাফল্য এনে দিতে পারেননি। সেটা শাহরুখের ব্যর্থতা নয়।’
হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নির্মিত ‘পাঠান’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের আভাস দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনশাল্লাহ।’
পাঁচ দিনে ‘পাঠান’-এর ৫৪২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। এরমধ্যে ভারতে ৩৩৫ কোটি রুপি এবং অন্যান্য দেশে ২০৭ কোটি রুপি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস