ঢালিউড
চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন
একসময়ের চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (৪ জানুয়ারি) দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা হবে। তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
জানা গেছে, তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন অঞ্জনা। জ্বর ও রক্তে সংক্রমণ ধরা পড়ে তার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে কয়েকদিন ছিলেন তিনি। গত ১ জানুয়ারি বিএসএমএমইউতে চলে আসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। নিভে গেছেন এই তারকা।
অঞ্জনা নৃত্যশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘দস্যু বনহুর’। এতে তার নায়ক ছিলেন সোহেল রানা। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।
অঞ্জনা অভিনীত বাণিজ্যিক সফল সিনেমার তালিকায় উল্লেখযোগ্য– ‘মাটির মায়া’, ‘অশিক্ষিত’, ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘জিঞ্জির’, ‘অংশীদার’, ‘আনারকলি’, ‘বিচারপতি’, ‘আলাদীন আলীবাবা সিন্দাবাদ’, ‘অভিযান’, ‘মহান’, ‘রাজার রাজা’, ‘বিস্ফোরণ’, ‘ফুলেশ্বরী’, ‘রাম রহিম জন’, ‘নাগিনা’ ইত্যাদি।
বাংলাদেশ ছাড়াও ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক, বাচসাস পুরস্কার। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ ছবিতে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নৃত্যশিল্পী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি।
ব্যক্তিজীবনে পরিচালক আজিজুর রহমান বুলিকে বিয়ে করেন অঞ্জনা। পরবর্তী সময়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস