Connect with us

গান বাজনা

চিরকুটের ‘জানা হলো না’, ব্যান্ড ছেড়েছেন আরেকজন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জাহিদ নিরবের সেলফিতে শারমিন সুলতানা সুমী ও পাভেল আরীন (ছবি: ফেসবুক)

চিরকুট ব্যান্ডের লাইনআপে আবার পরিবর্তন এসেছে। এর কারণ কি-বোর্ড বাদক জাহিদ নিরব ব্যান্ড ছেড়েছেন। ২০১৫ সাল থেকে চিরকুটের অন্যতম সদস্য ছিলেন তিনি। 

গত ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে চিরকুট সংগীত পরিবেশন করলেও কিবোর্ডে ছিলেন না জাহিদ নিরব। গত ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের চিরকুটের কনসার্টে তাকে দেখা যায়নি।

জাহিদ নিরবের আগে গত বছর ব্যান্ড থেকে বেরিয়ে এসেছেন ইমন চৌধুরী। ২০১৬ সালে চিরকুট ছেড়েছেন পিন্টু ঘোষ।

জাহিদ নিরবের সেলফিতে শারমিন সুলতানা সুমী ও পাভেল আরীন (ছবি: ফেসবুক)

২০০২ সালে যাত্রা শুরু করে চিরকুট। ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিন সদস্য শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ। সুমী থাকলেও বাকি দুই জন এখন আর দলে নেই।

এদিকে গত ২৩ ডিসেম্বর চিরকুটের ফেসবুক পেজে জানানো হয়েছে, ব্যান্ডের নতুন গান ‘জানা হলো না’ প্রকাশিত হয়েছে। এর কথা, সুর ও কণ্ঠ শারমিন সুলতানা সুমীর। সংগীতায়োজন করেছেন পাভেল আরীন।

চিরকুটের চার সদস্য (ছবি: ফেসবুক)

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ— শারমীন সুলতানা সুমী (কথা, সুর ও কণ্ঠ), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম), ইশমাম (বেজ গিটার), প্রান্ত (সেতার, ম্যান্ডোলিন, গিটার) ও ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি-বোর্ড)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ