গান বাজনা
চিরকুটের ‘জানা হলো না’, ব্যান্ড ছেড়েছেন আরেকজন
চিরকুট ব্যান্ডের লাইনআপে আবার পরিবর্তন এসেছে। এর কারণ কি-বোর্ড বাদক জাহিদ নিরব ব্যান্ড ছেড়েছেন। ২০১৫ সাল থেকে চিরকুটের অন্যতম সদস্য ছিলেন তিনি।
গত ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে চিরকুট সংগীত পরিবেশন করলেও কিবোর্ডে ছিলেন না জাহিদ নিরব। গত ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের চিরকুটের কনসার্টে তাকে দেখা যায়নি।
জাহিদ নিরবের আগে গত বছর ব্যান্ড থেকে বেরিয়ে এসেছেন ইমন চৌধুরী। ২০১৬ সালে চিরকুট ছেড়েছেন পিন্টু ঘোষ।
২০০২ সালে যাত্রা শুরু করে চিরকুট। ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিন সদস্য শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ। সুমী থাকলেও বাকি দুই জন এখন আর দলে নেই।
এদিকে গত ২৩ ডিসেম্বর চিরকুটের ফেসবুক পেজে জানানো হয়েছে, ব্যান্ডের নতুন গান ‘জানা হলো না’ প্রকাশিত হয়েছে। এর কথা, সুর ও কণ্ঠ শারমিন সুলতানা সুমীর। সংগীতায়োজন করেছেন পাভেল আরীন।
চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ— শারমীন সুলতানা সুমী (কথা, সুর ও কণ্ঠ), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম), ইশমাম (বেজ গিটার), প্রান্ত (সেতার, ম্যান্ডোলিন, গিটার) ও ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি-বোর্ড)।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস