Connect with us

ছবি ও কথা

ছবিতে ছবিতে ভেনিস উৎসবের গোল্ডেন লায়ন ও অন্য বিজয়ীরা

৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামলো। এবারের আসরে গোল্ডেন লায়ন জিতেছে পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’। এটি ইংরেজি ভাষায় এই স্প্যানিশ নির্মাতার প্রথম সিনেমা। গতকাল (৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিস লিদো শহরে উৎসবের মূলকেন্দ্র পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দেতে বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। ছবিতে দেখে নিন সমাপনী আয়োজন। 

বিনোদন ডেস্ক

Published

on

সমাপনী আয়োজন সঞ্চালনা করেছেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তাফুয়োকো শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। মঞ্চে মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা।

মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের ও স্বর্ণসিংহ জয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার।

‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার সুবাদে স্বর্ণসিংহ জিতেছেন স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার।

‘দ্য কোয়ায়েট সান’ সিনেমার সুবাদে সেরা অভিনেতা হিসেবে ভলপি কাপ জয়ী ফ্রান্সের ভাঁসো লাঁদো।

অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যানের পক্ষে সেরা অভিনেত্রী ভলপি কাপ গ্রহণ করেন ‘বেবিগার্ল’ সিনেমার ডাচ পরিচালক হালিনা রাইন।

গ্র্যান্ড জুরি প্রাইজ হিসেবে সিলভার লায়ন জয়ী ইতালির ‘ভেরমিলিয়ো’ সিনেমার পরিচালক মাউরা দেলপেরো।

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা পরিচালক পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট।

স্পেশাল জুরি প্রাইজ জয়ী ‘এপ্রিল’ সিনেমার পরিচালক ডেয়া কলামবেগাশভিলি।

‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার পুরস্কার জিতেছেন ব্রাজিলের মুরিলো হাউজার এবং এইতর লরেগা।

‘অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেম’ সিনেমার সুবাদে সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড জিতেছেন ফ্রান্সের পল কারচার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ