Connect with us

ছবি ও কথা

ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীরা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

দেশীয় সিনেমার সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার ও পদক তুলে দিয়েছেন। গতকাল (৯ মার্চ) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিলো এই আয়োজন। ২০২১ সালের জন্য ২৭টি বিভাগে ৩৪টি পুরস্কার দেওয়া হয়েছে। এর বাইরে ‘মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্র’ নামে বিশেষ একটি বিভাগে পুরস্কৃত করা হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাকে। পুরস্কার বিতরণের পর নাচে-গানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তারকারা। এটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের দেখুন ছবিতে।

গত দুই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীরে থাকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিনি নিজ হাতে শিল্পী-কুশলীদের পুরস্কার তুলে দিয়েছেন (ছবি: বিটিভি)

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আজমেরী হক বাঁধন (ছবি: বিটিভি)

‘নোনাজলের কাব্য’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনোভা তামান্না (ছবি: বিটিভি)

‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ (ছবি: বিটিভি)

‘রাতজাগা ফুল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মীর সাব্বির (ছবি: বিটিভি)

‘রাতজাগা ফুল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মীর সাব্বির (ছবি: বিটিভি)

‘পদ্মপুরাণ’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শম্পা রেজা (ছবি: বিটিভি)

‘নোনা জলের কাব্য’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (ছবি: বিটিভি)

‘নোনাজলের কাব্য’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত (ছবি: বিটিভি)

‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য সেরা প্রযোজকের পুরস্কার পেয়েছেন মাতিয়া বানু শুকু (ছবি: বিটিভি)

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকেও দেওয়া হয়েছে আজীবন সম্মাননা (ছবি: বিটিভি)

‘যৈবতী কন্যার মন’ ছবির গানের জন্য সেরা সুরকার এবং সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন সুজেয় শ্যাম (ছবি: বিটিভি)

‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছেন মিলন ভট্টাচার্য্য (ছবি: বিটিভি)

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পেয়েছেন আফিয়া তাবাসসুম (ছবি: বিটিভি)

‘যা হারিয়ে যায়’ সিনেমার জন্য শিশুশিল্পী শাখা বিশেষ পুরস্কার পেয়েছেন জান্নাতুল মাওয়া ঝিলিক (ছবি: বিটিভি)

সিনেমাওয়ালা প্রচ্ছদ