ছবিঘর
ছবিতে নায়িকা-গায়িকাদের স্বাধীনতা দিবস উদযাপন
আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে ৫৩তম স্বাধীনতা দিবস। গৌরবময় দিনটিতে লাল-সবুজ রঙ ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় নায়িকা ও গায়িকারা ভক্তদের জন্য বিভিন্ন ছবি শেয়ার করেছেন। চলুন দেখা যাক ছবিতে তাদের স্বাধীনতা দিবস উদযাপন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস লাল-সবুজ শাড়িতে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

চিত্রনায়িকা শবনম বুবলী ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা গেছে, বীর তর্জনী দেখিয়ে কিছু একটা বলছেন। তাই বুবলী লিখেছেন, ‘বাসার লিডার যখন ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে। মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সম্মান ও ভালোবাসা।’

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি নিজের ছবিতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছেন।

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর জাতীয় স্মৃতিসৌধে তোলা নিজের সাদাকালো একটি ছবি শেয়ার করে জুড়ে দিয়েছেন জাতীয় সংগীতের দুই লাইন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।’

নাজমুন মুনিরা ন্যানসি নিজের গাওয়া ‘বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ/বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের সেরা দেশ/এই মাটিতে জীবন শুরু এই মাটিতেই শেষ’ গানটি শেয়ার দিয়েছেন।

অভিনয়শিল্পী লারা লোটাস লাল শাড়ি পরা নিজের কয়েকটি ছবির সঙ্গে শেয়ার করেছেন কবি শামসুর রাহমানের কবিতার লাইন, ‘স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।’

উপস্থাপক-অভিনয়শিল্পী মৌসুমী মৌ বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে নিজেদের একটু স্বাধীনতা দিতে কক্সবাজার যাই।’

কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা লাল শাড়িতে বঙ্গভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের শুরুতে তোলা তিনটি ছবি শেয়ার করে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

জাতীয় সংসদ ভবনের সামনে তোলা নিজের দুটি ছবি শেয়ার দিয়ে কণ্ঠশিল্পী আতিয়া আনিসা জাতীয় সংগীতের দুই লাইন জুড়ে দিয়েছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ এরপর তিনি লিখেছেন, ‘আমাদের বাংলাদেশ, সকলকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’

পুতুল সাজিয়া সুলতানা জাতীয় সংসদ ভবনের সামনে তোলা নিজের ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ ৫২।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস