Connect with us

গান বাজনা

ছায়ানটের ১৪৩২ বর্ষবরণ উদযাপন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ (ছবি: ছায়ানট)

ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানালো সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আজ (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে ভোর ৬টা ১৫ মিনিট থেকে ঢাকার রমনা উদ্যানের বটমূলে ছিলো বর্ষবরণের এই উদযাপন। মঞ্চে সারি বেঁধে বসে গান ও পাঠ করেন দেড় শতাধিক শিল্পী।

ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠানের বার্তা ছিলো, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এটি এই সংগঠনের বর্ষবরণের ৫৮তম আয়োজন। বরাবরের মতো নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে অনুষ্ঠান সাজানো হয়। এরমধ্যে ছিলো ৯টি সম্মিলিত ও ১২টি একক গান এবং তিনটি পাঠ। মঞ্চসহ সার্বিক সাজসজ্জা পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।

ছায়ানটের বর্ষবরণ আয়োজনে লিখিত বক্তব্য কিংবা বিশেষ বার্তা পাঠ করে আসছিলেন ড. সনজীদা খাতুন। গত ২৫ মার্চ তিনি পাড়ি জমান অনন্তলোকে। এবার সেই বার্তা পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ (ছবি: ছায়ানট)

রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি বিটিভি সরাসরি সম্প্রচার করেছে অনুষ্ঠানটি।

১৯৬৭ সালের পহেলা বৈশাখ রমনা উদ্যানে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বছর ছাড়া সব পহেলা বৈশাখে সংগঠনটি এই অনুষ্ঠান করেছে। করোনা মহামারির দুই বছর রমনা বটমূলে অনুষ্ঠানটি না হলেও অনলাইনে ছিলো বর্ষবরণের আয়োজনটি।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ