বিশ্বসংগীত
ছেলেকে নিয়ে মরিশাসে শ্রেয়া
ভারতের নন্দিত গায়িকা শ্রেয়া ঘোষাল এখন মরিশাসের নয়নাভিরাম দ্বীপে। আদরের ছেলে দেবযানকে নিয়ে ফুরফুরে সময় কাটছে তার। সোশ্যাল মিডিয়ায় সৈকতে নির্মল পরিবেশে বসে তোলা একটি মন জুড়ানো ছবি শেয়ার দিয়েছেন তিনি। এতে ছেলের সঙ্গে তাকে বেশ সুখী লাগছে।
ছবিটিতে দেখা যায়, সানগ্লাস পরা গায়িকার মুখে প্রাণখোলা হাসি। তিনি ক্যামেরায় তাকালেও দেবযান নরম বালিতে আপন মনে খেলছে। ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, ‘ঝড়ের আগে প্রশান্তি।’
শ্রেয়ার পোস্টে মন্তব্য করেছেন অনেক ভক্ত। ও শুভাকাঙ্ক্ষী। তাদের মধ্যে আছেন তারকারাও। অভিনেত্রী সাইয়ামি খের হৃদয় আকৃতির ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
নয় বছর প্রেমের পর শৈশবের সঙ্গী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ২০১৫ সালে বিয়ে করেন শ্রেয়া। ২০২১ সালের ২২ মে মা হন তিনি।
পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে শুধু ঘুরতেই যাননি শ্রেয়া ঘোষাল। ‘অল হার্টস ট্যুর’ শীর্ষক সংগীত সফর শুরু করেছেন তিনি। গতকাল (২ সেপ্টেম্বর) ছিলো তার পরিবেশনা। এরপর যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনার রালেই (২২ সেপ্টেম্বর), টেক্সাসের হিউস্টন (২৩ সেপ্টেম্বর), মিশিগানের ডেট্রয়েট (২৪ সেপ্টেম্বর), অরেগনের পোর্টল্যান্ড (২৯ সেপ্টেম্বর), ম্যাসাচুসেটসের বোস্টন (১ অক্টোবর), ইলিনয়েসের শিকাগো (৬ অক্টোবর), জর্জিয়ার আটলান্টা (৮ অক্টোবর), কানাডার টরন্টো (১৪ অক্টোবর), কাতারের দোহা (২৭ অক্টোবর), ইংল্যান্ডের লন্ডন (৯ ফেব্রুয়ারি, ২০২৪) এবং ম্যানচেস্টারে (১১ ফেব্রুয়ারি, ২০২৪) তার কনসার্ট হবে।
সম্প্রতি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হয়েছেন শ্রেয়া ঘোষাল। তামিল ভাষায় নির্মিত ‘ইরাবিন নিরাল’ সিনেমায় এ আর রাহমানের সুর-সংগীতে ‘মায়াবা তুয়াবা’ গানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। এর আগে ভারতের চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গেছে তার ঘরে। ‘দেবদাস’ সিনেমার ‘ব্যায়রি পিয়া’ গানের জন্য ২০০২ সালে, ‘পাহেলি’তে ‘ধীরে জ্বালনা’র জন্য ২০০৫ সালে, ‘যব উই মেট’ সিনেমায় ‘ইয়ে ইশক হ্যায়ে’ ২০০৭ সালে এবং ‘অন্তহীন’ সিনেমায় ‘ফেরারি মন’ ও মারাঠি ভাষায় নির্মিত ‘যোগওয়া’য় ‘জীভ রাঙ্গালা’ গানের সুবাদে ২০০৮ সালে সেরা গায়িকা হন তিনি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস