সিনেমা হল
‘জংলি’র টিকিট বিক্রি হলো কত টাকার

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও নৈঋতা (ছবি: এমআইবি স্টুডিওস)
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে অন্যতম এম রাহিম পরিচালিত ‘জংলি’। দিন যতো গড়িয়েছে, ততোই এই সিনেমার প্রতি দর্শকদের ভালো লাগা বেড়েছে। মুক্তির তৃতীয় সপ্তাহেও এর প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। অনেকে ঝক্কি এড়াতে অগ্রিম টিকিট কেটে রাখছেন।
‘জংলি’তে অভিনেতা সিয়াম আহমেদের অভিনয় ও লুক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া পাখি চরিত্রে শিশুশিল্পী নৈঋতা, দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘির অভিনয় আর প্রিন্স মাহমুদের সুর-সংগীতে গানগুলো মন ছুঁয়েছে দর্শক-শ্রোতাদের। পরিবার, বাবা-মেয়ে ও ভালোবাসার গল্প সবাইকে আবেগাপ্লুত করেছে।

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ও শবনম বুবলী (ছবি: এমআইবি স্টুডিওস)
গতকাল (১৬ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় সিয়াম ও পরিচালক এম রাহিম জানিয়েছেন, মুক্তির ১৬ দিনে ‘জংলি’র টিকিট বিক্রি থেকে এসেছে ২ কোটি ৬ লাখ টাকা।
সিয়াম লিখেছেন, “বাংলা সিনেমা ‘জংলি’ দেখে অনেক পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে। আমরা নিশ্চিত আমরা আরো হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হবো। দর্শকদের এমন ভালোবাসায় আমরা অভিভূত। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।”

সিনেমাহলে হাউজফুল শোতে সিয়াম আহমেদ (ছবি: ফেসবুক)
আগামীকাল (১৮ এপ্রিল) থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ‘জংলি’র মোট ২১টি শো চালানো হবে। এছাড়া ব্লকবাস্টার সিনেমাসে ৪টি ও লায়ন সিনেমাসে আগামী সাতদিন ৩টি করে শো চলবে।
‘জংলি’র পরিবেশক দি অভি কথাচিত্রের স্বত্বাধিকারী জাহিদ হাসান গণমাধ্যমকে জানান, সিনেমাটির বাজেট আড়াই কোটি টাকা। পৃষ্ঠপোষক থেকে ২০ শতাংশ টাকা উঠেছে মুক্তির আগেই। এখন দেশে চলছে, এরপর দেশের বাইরে মুক্তি পেলে বড় অঙ্কের টাকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কিছুদিন পর ওটিটি স্বত্ব থেকেও টাকা আসবে।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)
‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। তার পরিচালিত প্রথম সিনেমা ‘শান’-এর (২০২২) নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয়বারের মতো তারা একসঙ্গে কাজ করলেন।
‘জংলি’তে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, মনির আহমেদ শাকিল, জাহিদ ইসলাম, সুব্রত ফারদিন। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য সাজিয়েছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

‘জংলি’ সিনেমায় প্রার্থনা ফারদিন দীঘি ও সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)
‘জংলি’র গান গেয়েছেন তাহসান খান, হাবিব ওয়াহিদ, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, আতিয়া আনিসা। আবহ সংগীত তৈরি করেছেন অমিত চ্যাটার্জি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস