Connect with us

ঢালিউড

‘জংলির পর এবার জনির সঙ্গে পরিচিত হবার পালা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র পোস্টারে জনির ভূমিকায় সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

‘জংলি’ সিনেমায় নানান রূপে দর্শকদের সামনে আসবেন সিয়াম আহমেদ। ইতোমধ্যে তার জংলি অভিব্যক্তি দেখা গেছে। এবার প্রকাশ্যে এসেছে আরেকটি প্রচারণামূলক পোস্টার। এতে হালের সুদর্শন তরুণের মতো লাগছে তাকে। মোটরসাইকেলে বসে ঠোঁটে সিগারেট রেখে একদিকে তাকিয়ে আছেন তিনি। আশেপাশে সাদা পায়রা উড়ছে। এর মাধ্যমে আভাস দেওয়া হয়েছে, জনি ছেলেটি শান্ত স্বভাবের। 

আজ (৯ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি সংবলিত ‘জংলি’র নতুন পোস্টার শেয়ার করেছেন সিয়াম। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি আছি ‘জনি’র সঙ্গে। ‘জংলি’র সঙ্গে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সঙ্গে পরিচিত হবার পালা। ‘জনি’ আসছে ‘জংলি’ নিয়ে এই ঈদুল ফিতরে।”

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

কানাঘুষা চলছে, ‘জংলি’তে সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে! একটি জনি, অন্যটি জংলি। সিনেমাটির জন্য নিজের নিবেদনের প্রমাণ দিতে সিয়াম গত বছরের শেষ দিন সোশ্যাল মিডিয়ায় জানান, প্রায় সাত মাস চুল-দাড়ি কাটাননি তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রামে এই তারকা লিখেছেন, “অভিনেতাদের জীবনে মাঝে মধ্যে এমন চরিত্র আসে যার জন্য সে নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবুও প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। একবছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।”

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

‘জংলি’তে প্রধান নারী চরিত্র হিসেবে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিয়ামের সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন তিনি। এর আগে রায়হান রাফী পরিচালিত ‘টান’ ওয়েব ফিল্মে তাদের রসায়ন দেখা গেছে।

‘জংলি’তে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একটি বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। পর্দায় তার স্বল্প উপস্থিতি দেখা যাবে।

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ, (ডানে) প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস, ফেসবুক)

‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। তার পরিচালিত প্রথম সিনেমা ‘শান’-এর নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয়বারের মতো তারা একসঙ্গে কাজ করছেন। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, এরফান মৃধা শিবলু, দিলারা জামান, সোহেল খান। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

‘জংলি’র পোস্টারে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

২০২৪ সালের শুরুতে ‘জংলি’র শুটিং শুরু হয়। গত বছর ফার্স্টলুক পোস্টার উন্মোচন করে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দেওয়া হলেও কিছু অংশের কাজ বাকি থাকায় পিছিয়ে যায় এটি। গত ৯ জানুয়ারি একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি।

‘জংলি’র সব গানের সুর ও সংর্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। ইমরানের সংগীতায়োজনে ‘জনম জনম’ শিরোনামের একটি গান গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ