Connect with us

ঢালিউড

‘জংলি’ পুষ্পা নাকি কবির সিং? টিজারে জবাব দিলেন সিয়াম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

অভিনেতা সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’র ফার্স্ট লুক পোস্টারে ভারতের ‘পুষ্পা’ ও ‘কবির সিং’-এর ছায়া খুঁজে পেয়েছেন অনেকে। এসব মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি। অবশেষে টিজারে জবাব দিলেন এই তারকা। তার মুখে শোনা গেলো, ‘আমি, পুষ্পা? কবির সিং? অ্যাহহে! জংলি!’ আসন্ন ঈদে বড় পর্দায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

১ মিনিট ১১ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটির শুরুতে নিকোটিন আর কাগজ পেঁচিয়ে বানানো সিগারেটে টান দেন সিয়াম। এসব দৃশ্যের সঙ্গে ‘বারুদ, আগুন, হাওয়া– এক হইলেই ধোঁয়া; কে জ্যান্ত, কে মরা’ সংলাপ বলার পর বেজে ওঠে র‌্যাপ গান, ‘দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া’। এরপর লুঙ্গি-শার্ট পরে মঙ্গুজ ব্যাট নিয়ে একের পর এক অ্যাকশন দৃশ্যে হাজির হয়েছেন তিনি।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

তবে ‘জংলি’তে উষ্কখুষ্ক চুল ও লম্বা দাঁড়িতে সিয়াম যে সবার প্রতিই আগ্রাসী ও পুরোদস্তুর মারমুখী মেজাজে থাকছেন তা কিন্তু নয়। টিজারে সেই আভাস মিলেছে। একটি শিশু মেয়ের সঙ্গে তার বন্ধন রয়েছে গল্পে। টিজারের শেষ দৃশ্যে সিয়ামের কাঁধে মঙ্গুজ ব্যাট ও মেয়েটিকে দেখা গেছে।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও শিশুশিল্পী (ছবি: এমআইবি স্টুডিওস)

‘জংলি’ সিনেমায় নানান রূপে দর্শকদের সামনে আসবেন সিয়াম আহমেদ। লুঙ্গি-শার্ট পরা জংলির পাশাপাশি হালের ফ্যাশনেবল সুদর্শন তরুণ জনি চরিত্রে দেখা যাবে তাকে। কানাঘুষা রয়েছে, ‘জংলি’তে সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে! একটি জনি, অন্যটি জংলি।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

সিনেমাটির জন্য নিজের নিবেদনের প্রমাণ দিতে সিয়াম সোশ্যাল মিডিয়ায় জানান, প্রায় সাত মাস চুল-দাড়ি কাটাননি তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রামে এই তারকা লিখেছেন, “অভিনেতাদের জীবনে মাঝে মধ্যে এমন চরিত্র আসে যার জন্য সে নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবুও প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। একবছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।”

‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। তার পরিচালিত প্রথম সিনেমা ‘শান’-এর (২০২২) নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয়বারের মতো তারা একসঙ্গে কাজ করলেন।

‘জংলি’র দৃশ্যে শবনম বুবলী (ছবি: এমআইবি স্টুডিওস)

‘জংলি’তে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। টিজারে তাকে চশমা চোখে একঝলক পাওয়া গেছে। সিয়ামের সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন তিনি। এর আগে রায়হান রাফী পরিচালিত ‘টান’ ওয়েব ফিল্মে তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছে।

‘জংলি’তে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একটি বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। সিনেমাটির ‘জনম জনম’ শিরোনামের একটি গানে তাদের রসায়ন দেখা গেছে। ইমরানের সংগীতায়োজনে এটি গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ‘জংলি’র সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

‘জংলি’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, মনির আহমেদ শাকিল, জাহিদ ইসলাম, সুব্রত ফারদিন ও নৈরীতা। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য সাজিয়েছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। আবহ সংগীত তৈরি করেছেন অমিত চ্যাটার্জি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ