স্টার জোন
‘জনতা পার্টি বাংলাদেশ’ নিয়ে রাজনীতির মাঠে ইলিয়াস কাঞ্চন

জনতা পার্টি বাংলাদেশ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইলিয়াস কাঞ্চন (ছবি: ফেসবুক)
রুপালি পর্দার নায়ক ইলিয়াস কাঞ্চন রাজনীতির মাঠে নামলেন। তার নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি) যাত্রা শুরু করেছে। আজ (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ছিল ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।
‘জনতা পার্টি বাংলাদেশ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। নিজের বক্তব্যে তিনি বার্তা দিয়েছেন, তার দলের অন্যতম লক্ষ্য সড়কের নিরাপত্তা নিশ্চিত করা।
১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চন প্রাণ হারানোর পর নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ৩২ বছর ধরে সড়কের নিরাপত্তায় জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। এবার রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করলেন এই তারকা।

ইলিয়াস কাঞ্চন (ছবি: ফেসবুক)
‘জনতা পার্টি বাংলাদেশ’ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩২ বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় যেসব সরকারকে দেখেছি, তাদের কাছে কোনো ধরনের সহযোগিতা পাইনি। এ কারণে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে পারিনি। ৩২ বছরে দেশ-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে এটুকু বুঝেছি, সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কের নিরাপত্তা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ৩২ বছরে রাজনৈতিক সহযোগিতা পাইনি আমি। এ কারণে আমার জীবন থেকে যে ৩২ বছর ব্যয় করেছি, সেসব সময় ব্যর্থ হয়েছে।’

জনতা পার্টি বাংলাদেশ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইলিয়াস কাঞ্চন (ছবি: ফেসবুক)
ইলিয়াস কাঞ্চন নিজের বক্তব্যে জানিয়েছেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছি, এবার রাজনৈতিক দলের মাধ্যমে দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই। আমার আশা– আপনারা আমাকে সহযোগিতা, উৎসাহিত ও অনুপ্রাণিত করবেন। আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস