ওটিটি
জন্মদিনে ওটিটিতে অভিষেক হচ্ছে কারিনার

কারিনা কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের বহুল প্রত্যাশিত নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর নাম রাখা হয়েছে ‘জানে জান’। আগামী ২১ সেপ্টেম্বর নিজের জন্মদিনে ওটিটিতে অভিষেক হবে তার। ওইদিন মুক্তি পাবে এটি। গতকাল (২৫ আগস্ট) প্রকাশিত ৩৫ সেকেন্ডের একটি টিজারে এই খবর জানানো হয়েছে।
‘লাল সিং চাড্ডা’র (২০২২) পর কারিনাকে আবার পর্দায় দেখার প্রতীক্ষা শেষ হচ্ছে। নায়িকার জন্মদিনে নতুন সিনেমাটি আসবে বলে ভক্তদের মধ্যে বাড়তি আনন্দ বিরাজ করছে। এতে একজন সিঙ্গেল মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। প্রাক্তন স্বামীর হত্যাকাণ্ড পুলিশি তদন্ত চলাকালেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান তিনি।
টিজারের শুরুতে দেখা যায়, মাইক্রোফোনে গান গাইছেন কারিনা। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্তেকাম’ সিনেমায় লতা মঙ্গেশকরের গাওয়া ‘আ জানে জান’-এর নতুন সংস্করণ এটি। এরপর বিভিন্ন দৃশ্যে ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমাটির একঝলক তুলে ধরা হয়েছে। গল্প বোঝা না গেলেও অ্যাকশন, সহিংসতা ও প্রেমের সংমিশ্রণ থাকার আভাস মিলেছে।

কারিনা কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
সুজয় ঘোষের পরিচালনায় ‘জানে জান’ সিনেমায় কারিনার প্রধান দুই সহশিল্পী জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভার্মা। সুদর্শন পুলিশ কর্মকর্তার ভূমিকায় থাকছেন বিজয় ভার্মা।

কারিনা কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
২০০৫ সালে প্রকাশিত জাপানি কথাসাহিত্যিক কেইগো হিগাশিনোর জনপ্রিয় উপন্যাস ‘ডেভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ভারতের কালিমপং শহরের প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমাটি। এর সহ-প্রযোজক একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স।

কারিনা কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
কারিনার সম্প্রতি হানসাল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহ্যাম মার্ডারস’ সিনেমার কাজ শেষ করেছেন। এতেও তাকে দেখা যাবে মায়ের চরিত্রে। এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।

কারিনা কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে কারিনা এখন রাজ কৃষ্ণানের পরিচালনায় ‘দ্য ক্রু’ সিনেমার শুটিং করছেন। এর গল্প তিন পরিশ্রমী নারীকে কেন্দ্র করে। অন্য দুই নারীর ভূমিকায় থাকছেন টাবু ও কৃতি স্যানন। তাদের সহশিল্পীরা হলেন রাজকুমার রাও, দিলজিৎ দোশাঞ্জ ও কপিল শর্মা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস