টালিউড
জয়ার ‘অর্ধাঙ্গিনী’ আসছে ২ জুন

জয়া আহসান (ছবি: ফেসবুক)
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হলো। তিনি এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রশ্ন জুড়ে দিয়েছেন, ‘সত্যিই কি অর্ধেক হয়?’ সেই উত্তর মিলবে আগামী ২ জুন। সেদিন সিনেমা হলে মুক্তি পাবে টালিউডের এই সিনেমা।
ফার্স্টলুক পোস্টারে দেখা যাচ্ছে দুই নারীর অর্ধেক মুখ। তাদের একজন জয়া আহসান, অন্যজন কৌশিক গাঙ্গুলীর স্ত্রী চূর্ণী গাঙ্গুলী। পোস্টারে স্পষ্ট হয়েছে, ‘অর্ধাঙ্গিনী’তে তারাই থাকছেন মুখ্য ভূমিকায়।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ফার্স্টলুক পোস্টার (ছবি: ফেসবুক)
‘অর্ধাঙ্গিনী’ পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। তার পরিচালনায় এর আগে ‘বিসর্জন’ (২০১৭) ও ‘বিজয়া’য় (২০১৯) অভিনয় করেছেন জয়া। দুটি সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে।
সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘অর্ধাঙ্গিনী’তে আরো অভিনয় করেছেন কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য। সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।

জয়া আহসান (ছবি: টুইটার)
টালিউডে জয়া আহসানকে সর্বশেষ অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমায় দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়া তার অভিনীত সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’, ‘ওসিডি’ ও ‘কালান্তর’ মুক্তির অপেক্ষায় আছে।

জয়ার কাজল চোখের চারটি ছবির পোস্টে লাইক পড়েছে ৮৯ হাজারের বেশি। মন্তব্য ছাড়িয়েছে ১৮ হাজারের ঘর। ১ হাজার ৪০০ বার এটি শেয়ার হয়েছে।
এদিকে ঢালিউডে জয়ার কয়েকটি সিনেমার কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা শাখায় অংশ নিয়েছে। এছাড়া সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস