Connect with us

ওটিটি

জয়ার ‘জিম্মি’ নিয়ে বাক্স রহস্য, আশফাক নিপুনের প্রশ্ন, ‘কে এই রুনা লায়লা?’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান, আশফাক নিপুন (ছবি: হইচই)

‘মহানগর’ ও ‘মহানগর ২’ সিরিজ দুটির দারুণ সাফল্যের পর আশফাক নিপুন এবার বানিয়েছেন ‘জিম্মি’। তার এই নতুন ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত তারকা জয়া আহসান। কবে মুক্তি পাবে এটি? সেই ঘোষণা দেওয়া হলো একটি অন্যরকম ভিডিওর মাধ্যমে। এতে নির্মাতা ও অভিনেত্রী দুই জনকেই দেখা গেছে। ভিডিওটি আজ (১৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তারা লিখেছেন, ‘একটি বাক্সকে ঘিরে হাজারটা প্রশ্ন! উত্তর কেবল একজনের কাছে। তিনি হলেন রুনা লায়লা! কে এই রুনা লায়লা? উত্তর মিলবে আগামী ২৮ মার্চ।’

ভিডিওর শুরুতে একটি আবাসিক ভবনের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্রাউজ করেন আশফাক নিপুন। খানিক বাদে তার সামনে এসে এক লোক প্রশ্ন করেন, ‘ভাই, আপনি আশফান নিপুন না?’ নির্মাতা ভেবেছিলেন হয়তো সেলফি তুলবে। কিন্তু তাকে অবাক করে লোকটি বলেন, ‘আপনার হাতে একটা বাক্স থাকার কথা?’ আশফাক নিপুন উল্টো জানতে চান, ‘কীসের বাক্স?’ লোকটি তখন বলেন, ‘ভাই আমি কীভাবে বলবো, আপনারই তো ভালো জানার কথা।’ কিছু বুঝতে না পেরে সেখান থেকে দ্রুত কেটে পড়েন নির্মাতা।

এরপর আরো দুই জনের সামনে একই প্রশ্নের মুখে পড়েন আশফাক নিপুন। অ্যাপে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক এসে বলেন, ‘আমি পার্সেল নিতে আসছি। আপনি আমাকে বাক্স দেবেন। আমি বাক্স নিয়ে যাবো। সবাই বলছে বাক্স আপনার কাছে।’ তাকে তখন ‘আমার কাছে বাক্স-টাক্স নাই’ বলে দ্রুত হেঁটে চলে যান নির্মাতা।

আশফাক নিপুন কিছুদূর যাওয়ার পর এলাকার বাসাবাড়ি থেকে মাইকে ভেসে আসে নারীকণ্ঠ, ‘একটি হারানো বিজ্ঞপ্তি। একটি বাক্স হারানো গিয়াছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি বাক্সটার খোঁজ পাইয়া থাকেন তবে আমাদের সাথে যোগাযোগ করুন।’

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)

সবশেষে লিফটের সামনে পরিচিত এক তরুণী প্রশ্ন করেন, ‘আরে নিপুন ভাই, আপনি একা?’ আশফাক নিপুন ভেবেছিলেন তার স্ত্রী গায়িকা এলিটার কথা জানতে চেয়েছে। তাই তিনি বলেন, ‘এলিটা বাসায়। আমি কাজে আসছি।’ মেয়েটি তখন তার ধারণাকে ভুল করে প্রশ্ন করেন, ‘এলিটা আপু না, আপনার বাক্সটা কোথায়?’ কোনো উত্তর না দিয়ে বিরক্তি নিয়ে চুপচাপ লিফটের ভেতর ঢুকে দাঁড়িয়ে থাকেন নির্মাতা।

শেষমেষ জয়া আহসানকে ফোনে আশফাক নিপুন প্রশ্ন করেন, ‘জয়া বলো তো, বাক্সের কাহিনিটা কী? আমাকে কেনো সবাই জিজ্ঞাসা করছে বাক্সটা কোথায়।’ জয়ার পাল্টা প্রশ্ন, ‘কীসের বাক্স নিপুন? কোন বাক্সের কথা বলতেছো?’ নিপুন তখন বলেন, ‘আমার তো মনে হয় আপনি বলতে পারবেন বাক্সটার ব্যাপারে।’ জয়ার সাফ কথা, ‘নারে বাবা আমি জানি না। আমি কোত্থেকে জানবো।’ আশফাক নিপুনের মুখ থেকে বেরিয়ে আসে, ‘তো জানেটা কে?’ একটু ভেবে জয়া বলেন, ‘আমার মনে হয় একজন জানতে পারে।’ নিপুনের কৌতূহল, ‘কে?’ জয়ার উত্তর, ‘রুনা লায়লা!’ নিপুনের প্রশ্ন, ‘কে এই রুনা লায়লা?’

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)

‘জিম্মি’ হলো মুখ্য চরিত্রে জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ! এর মাধ্যমে আশফাক নিপুনের পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন তিনি। হইচই’য়ে ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি।

‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য টেনেছে জানতে চাইলে জয়া বলেন, ‘নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষয় সবসময় খেয়াল করি। সেগুলো হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে সবই মনের মতো মিলে গিয়েছে। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরু হলো হইচইয়ের সঙ্গে। এটি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সব মিলিয়ে আমার বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে।’

আশফাক নিপুন (ছবি: ফেসবুক)

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন ছিল? নিপুন বললেন, জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’

নতুন সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত আশফাক নিপুন। তিনি বলেন, ‘নতুন রকমের গল্প বলতে আমি ‘জিম্মি’ নির্মাণ করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।”

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ