টালিউড
জয়া-অপুর ভারতীয় এই নায়কের ১৩ বছরের সংসার ভাঙছে

ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিষ্ট (ছবি: ইনস্টাগ্রাম)
রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমায় জয়া আহসান এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট: দ্য কিং ইজ হিয়ার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছিলেন ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ব্যক্তিজীবনের কারণে তিনি এসেছেন খবরের শিরোনামে। অভিনেত্রী বরখা বিষ্টের সঙ্গে তার ১৩ বছরের সংসারের পাট চুকে গেছে।
অবশ্য ২০২১ সাল থেকেই ইন্দ্রনীল ও বরখার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু দু’জনই এ বিষয়ে বিষয়ে নীরবতা বজায় রেখেছিলেন। সম্প্রতি তারা বিয়েবিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিষ্ট (ছবি: ইনস্টাগ্রাম)
টাইমস অব ইন্ডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান ইটাইমস’কে বরখা জানিয়েছেন, তিনি এখন সিঙ্গেল মায়ের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে নিশ্চিত করেছেন, তার বিয়েবিচ্ছেদ শিগগিরই হয়ে যাবে। তিনি বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। আমি এখন সিঙ্গেল মা। আমাদের মেয়ে মীরা এখন আমার অগ্রাধিকার। কাজের ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মে দারুণ কিছু কাজ করছি। টিভি আর সিনেমায় ভালো কাজের প্রস্তাব পেলে করবো।’

মেয়ে মীরার সঙ্গে ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিষ্ট (ছবি: ইনস্টাগ্রাম)
ইন্দ্রনীল ও বরখা উভয়ে টেলিভিশন অঙ্গনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। স্টার প্লাসের ‘পেয়ার কে দো নাম– এক রাধা এক শ্যাম’ সিরিয়ালের শুটিংয়ে তাদের পরিচয় ও সখ্য গড়ে ওঠে। দুই বছর চুটিয়ে প্রেমের পর ২০০৮ সালে তারা বিয়ে করেন। তাদের মেয়ে মীরার বয়স ১১ বছর।
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ইন্দ্রনীল ও বরখা ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন বড় পর্দায়। দুই তারকাকেই বাংলা ও হিন্দি সিনেমায় দেখা গেছে।

‘চোরাবালি’ সিনেমায় ইন্দ্রনীল সেনগুপ্ত ও জয়া আহসান (ছবি: ফেসবুক)
এদিকে ইন্দ্রনীল সেনগুপ্তের নতুন সিনেমা ‘আজম’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ মে। শ্রাবণ তিওয়ারির পরিচালনায় এতে ডেপুটি কমিশনার অব পুলিশ জোশি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৪৮ বছর বয়সী এই তারকাকে সর্বশেষ নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা ‘চোর নিকাল কে ভাগা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। তার হিন্দি সিনেমার তালিকায় আরো রয়েছে ‘কাহানি’ (২০১২), প্রকাশ ঝা পরিচালিত ‘সত্যাগ্রহ’ (২০১৩), ‘সম্রাট অ্যান্ড কো.’ (২০১৪), মধুর ভান্ডারকরের ‘ক্যালেন্ডার গার্লস’ (২০১৫), অনুভব সিনহা পরিচালিত ‘মূল্ক’ (২০১৮), ‘ডক্টর জি’ (২০২২)।

‘সম্রাট: দ্য কিং ইজ হিয়ার’ সিনেমায় ইন্দ্রনীল সেনগুপ্ত ও অপু বিশ্বাস (ছবি: টাইগার মিডিয়া)
ইন্দ্রনীল অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা হলো অতনু ঘোষের ‘অংশুমানের ছবি’ (২০০৯), সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ (২০১০) ও ‘মিসর রহস্য’ (২০১৩), কৌশিক গাঙ্গুলীর ‘আরেকটি প্রেমের গল্প’ (২০১১) ও ‘কাবেরী অন্তর্ধান’ (২০২৩), অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অপরাজিতা তুমি’ (২০১২), সুজিত মণ্ডলের ‘অরুন্ধতী’ (২০১৪), অনিন্দ্য বিকাশ দত্তের ‘কিরীটি ও কালো ভ্রমর’ (২০১৬), অরিন্দম শীলের ‘আসছে আবার শবর’ (২০১৮) ইত্যাদি।
অন্যদিকে গত মাসে বরখা অভিনীত ‘হান্টার টুটেগা নাহি তোড়েগা’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে অ্যামাজন মিনি টিভিতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সুনীল শেঠি ও এশা দেওল।
২০১০ সালে প্রকাশ ঝা পরিচালিত ‘রাজনীতি’ (রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ) সিনেমায় ‘ইশক বারসে’ আইটেম গানে নেচেছেন বরখা। এরপর সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), রাজীব খান্ডেলওয়াল অভিনীত ‘সম্রাট অ্যান্ড কো.’ (২০১৪) এবং ওমাঙ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদি’ (২০১৯) সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার বাংলা সিনেমায় তালিকায় আছে জিৎ-দেবের ‘দুই পৃথিবী’ (২০১০), মিঠুন চক্রবর্তী অভিনীত ‘আমি সুভাষ বলছি’ (২০১১), অঙ্কুশ হাজরার ‘ভিলেন’ (২০১৩)। এছাড়া সোহম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘ব্ল্যাক’ (২০১৫) সিনেমায় একটি আইটেম গানে নেচেছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস