Connect with us

টালিউড

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ নির্বাচন করলো রটারড্যাম উৎসব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘পুতুলনাচের ইতিকথা’র দৃশ্যে জয়া আহসান

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ নির্বাচিত হলো রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। গুরুত্বপূর্ণ এই উৎসবে পশ্চিমবঙ্গের সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে এবারের আসরের পর্দা উঠবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি। উৎসবটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। 

‘পুতুলনাচের ইতিকথা’য় ওপার বাংলার অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে জয়াকে। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার সুমন মুখোপাধ্যায়। ১৬ বছর ধরে তিনি এটি নির্মাণের পরিকল্পনা করেছেন। অবশেষে সফল হলেন এই নির্মাতা।

‘পুতুলনাচের ইতিকথা’র দৃশ্যে আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান

গল্পে দেখা যাবে, শহুরে চিকিৎসত শশী স্বল্প সময়ের নিজের গ্রামে আসে। কিন্তু গ্রামবাসীর সঙ্গে মেলামেশার পর তার স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে থাকে।

‘পুতুলনাচের ইতিকথা’র দৃশ্যে জয়া আহসান (ছবি: ক্যালেইডেস্কোপ)

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘মা’ অবলম্বনে তৈরি হয়েছে ‘পুতুলনাচের ইতিকথা’র চিত্রনাট্য। আগামী বছরের মে মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

‘পুতুলনাচের ইতিকথা’র দৃশ্যে আবির চট্টোপাধ্যায় (ছবি: ক্যালেইডেস্কোপ)

২০২২ সালে ‘পুতুলনাচের ইতিকথা’র শুটিং শুরু করেন জয়া ও আবির। গত বছর এটি এনএফডিসি’র ওয়ার্কিং প্রোগ্রেস ল্যাবে নির্বাচিত হয়। এরপর পুনরায় সম্পাদনা করা হয়। সমীরণ দাসের নিবেদনে এটি প্রযোজনা করেছে ক্যালাইডেস্কোপ।

এদিকে আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন আরেক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। এটি পরিচালনা করেছেন আকরাম খান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ