Connect with us

ঢালিউড

‘জলে জ্বলে তারা’য় সার্কাসের মিথিলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জলে জ্বলে তারা’র পোস্টারে রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: দি অভি কথাচিত্র)

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। এতে তারা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। এতে তার মাথার ওপরে লেখা ‘সার্কাস’। ধারণা করা হচ্ছে, তারা মেয়েটি সার্কাসের একজন শিল্পী।

‘জলে জ্বলে তারা’য় মিথিলার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফ এস নাঈম। বড় পর্দায় এবারই প্রথম তাদের রসায়ন দেখা যাবে। এর আগে ছোট পর্দায় একসঙ্গে কাজ করেছেন তারা।

‘জলে জ্বলে তারা’র স্ক্রিপ্ট হাতে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: দি অভি কথাচিত্র)

একযুগের বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন এফ এস নাঈম। তবে সিনেমায় প্রধান চরিত্রে এটাই তার প্রথম কাজ। গল্পে ছেলেটি একজন মাঝি।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন অরুন চৌধুরী। এতে রয়েছে প্রেম ও মানবিক সম্পর্কের গল্প। এটি লিখেছেন ইফফাত আরেফিন মাহমুদ। তিনি ও অনন্য প্রতীক চৌধুরী চিত্রনাট্য সাজিয়েছেন। আর পরিচালক ও গল্পকার মিলে সংলাপ লিখেছেন।

২০২১ সালের অক্টোবরে তিন সপ্তাহ মানিকগঞ্জে সিনেমাটির শুটিং হয়েছে। এরপর কয়েকবার এর মুক্তির তারিখ চূড়ান্ত করলেও পরে পিছিয়ে গেছে। অবশেষে আগামী ১৪ ফেব্রুয়ারি দি অভি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাহলে আসছে এটি।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজুর নূর ইমরান, শাহেদ আলী, সাদিকা মালিহা শখ, ইকবাল খন্দকার। চিত্রগ্রহণ ও সম্পাদনায় রায়হান খান।

রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: ইনস্টাগ্রাম)

বাংলাদেশে মিথিলার সর্বশেষ সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পায় গত বছরের ঈদুল ফিতরে। ওপার বাংলায় তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরমধ্যে গত বছরের ৫ জুলাই পশ্চিমবঙ্গের বড় পর্দায় এসেছে দুলাল দে পরিচালিত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এর আগে কলকাতায় তার অভিনীত ‘নীতিশাস্ত্র’ (পরিচালক: অরুণাভ খাসনবিশ), ‘মায়া’ (পরিচালব: রাজশ্রী দে), ‘ও অভাগী’ (পরিচালব: অনির্বাণ চক্রবর্তী)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ