টেলিভিশন
জিমে পড়ে গিয়ে ভারতীয় এই টিভি অভিনেতার মৃত্যু

সিদ্ধান্ত বীর সূর্যবংশী (ছবি: ইনস্টাগ্রাম)
অভিনেতা-মডেল সিদ্ধান্ত বীর সূর্যবংশী আর নেই। জিমে শরীরচর্চা করার সময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। জনপ্রিয় টিভি সিরিজ ‘কসৌটি জিন্দেগি কে’র সুবাদে পরিচিত তিনি। তাঁর বয়স হয়েছিলো ৪৬ বছর।
প্রথমে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিলো, শুক্রবার (১১ নভেম্বর) জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিদ্ধান্ত। তার পরিবার কোনো বিবৃতি না দিলেও অভিনেতা জয় ভানুশালী আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় শোক জানাতে প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করেছেন।

সিদ্ধান্ত বীর সূর্যবংশী (ছবি: ইনস্টাগ্রাম)
১৯৭৫ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আনন্দ সূর্যবংশী। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিলো তার। ২০০১ সালে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলের ‘কুসুম’ সিরিজের মাধ্যমে টেলিভিশন অঙ্গনে পা রাখেন তিনি। ২০১৬ সালে নিজের নাম বদলে সিদ্ধান্ত বীর সূর্যবংশী রাখেন তিনি। তার অভিনীত বেশকিছু টিভি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। এ তালিকায় রয়েছে ‘সুফিয়ানা ইশক মেরা’, ‘ওয়ারিশ’, ‘কৃষ্ণ অর্জুন’, ‘কেয়া দিল মে হ্যায়’, ‘মমতা’, ‘সূর্যপুত্র কর্ণ’, ‘জমিন সে আসমান তক’, ‘বিরুদ্ধ’, ‘ভাগ্য বিধাতা’, ‘সাত ফেরে: সালোনি কা সফর’, ‘গৃহস্তী’। সবশেষ জিটিভির ‘কিউ রিশতো মে কাট্টি বাট্টি’ এবং সনি সাব চ্যানেলের ‘জিদ্দি দিল মানে না’তে দেখা গেছে তাকে।

ছেলেমেয়ে মার্ক ও ডিজা এবং স্ত্রী অ্যালেসিয়া রাউতের সঙ্গে সিদ্ধান্ত বীর সূর্যবংশী (ছবি: ইনস্টাগ্রাম)
ব্যক্তিজীবনে দুইবার বিয়ে করেছেন সিদ্ধান্ত বীর সূর্যবংশী। প্রথম স্ত্রী ইরা সূর্যবংশীর সঙ্গে ২০০০ সালে ঘর বেঁধেছিলেন তিনি। সেই সম্পর্ক টিকেছে পাঁচ বছর। তাদের ঘরে আছে কন্যাসন্তান ডিজা সূর্যবংশী। তার বয়স এখন ১৮ বছর।
২০১৭ সালে ভারতীয় বংশোদ্ভূত রুশ সুপার মডেল অ্যালেসিয়া রাউতের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান সিদ্ধান্ত বীর সূর্যবংশী। অ্যালেসিয়া এর আগে রুশ অর্থনীতিবিদ আলেক্সান্ডার ইয়ানোভস্কির সঙ্গে সংসার করেছেন। তাদের ছেলের নাম মার্ক।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস