Connect with us

ওটিটি

‘জিম্মি’র ট্রেলারে জয়াকে ঘিরে রহস্যের জাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)

রেললাইনের ওপর শুয়ে আছেন জয়া আহসান। তার হাত-পা-মুখ সব বাঁধা। এরপরের দৃশ্যেই দেখা যায় অঢেল টাকার মধ্যে শুয়ে আছেন তিনি। তার অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলারের প্রথম দুটি দৃশ্যেই এর বিষয়বস্তু ও মূল চরিত্রের ধরন বোঝানো হয়েছে। সমুদ্র পা ‍ভিজিয়ে দাঁড়িয়ে থাকা ও শহরের একটি সড়কে হাঁটছেন জয়া। নেপথ্য থেকে তাকে বলতে শোনা যায়, ‘আচ্ছা আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? টাকা-পয়সা, বাড়ি-গাড়ি কিছু কি চাইছি?’ স্বামীর উত্তর, ‘নাহ, চাও নাই।’ এরপর জয়ার আশ্চর্য চাওয়া, ‘এইবার চাই আমার। সব চাই।’

গতকাল (২২ মার্চ) সন্ধ্যায় ‘জিম্মি’র ট্রেলার অবমুক্ত করেছে হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ। সিরিজটিতে মধ্যবিত্ত নারী রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে দেখানো ঘটনাপ্রবাহ তাকে কেন্দ্র করেই। হারমোনিয়াম নিয়ে বেসুরো গলায় গান চর্চা, আয়নায় তাকিয়ে চুল বাঁধা, টিফিন ক্যারিয়ার হাতে হেঁটে কর্মস্থলে যাওয়া, জুয়েলারি দোকানে ঢুকে শুধু সময় নষ্ট করা, রিকশায় বাড়ি ফেরা, খাবার টেবিলে বসে স্বামীর বেতনের খোঁজ নেওয়া– সরকারি চাকরিজীবী রুনার দৈনন্দিন জীবন এমন সাদামাটা।

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)

‘আজ নেবো, কাল নেবো’ করতে করতে বছর চলে গেলেও জুয়েলারি দোকান থেকে কিছুই কেনা হয় না রুনার। সেই তিনিই কিনা একদিন টাকার বান্ডিল নিয়ে একসঙ্গে স্বর্ণের দুল, চুড়ি ও গলার হার কিনে ফেললেন! বাসায় আনার পর ‘এসব কোত্থেকে পাইছো’ এমন প্রশ্নের মুখে স্বামীকে রুনা মিথ্যা বলেন, ‘আরে এগুলো সব ইমিটেশন!’ হুট করে অঢেল টাকা পেয়ে তার জীবন বদলে যায়। অফিসের নারী সহকর্মীর নজর এড়ায় না এই পরিবর্তন। স্বামীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান রুনা। তারা ওঠেন দামি হোটেলে, সুইমিংপুলে সময় কাটান।

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)

একদিন অফিসের তিন সহকর্মী রুনাকে বলেন, ‘যেটা নিছেন সেটা যদি ভালোয় ভালোয় ফেরত না দেন আপনার কিন্তু খবর আছে।’ রুনা পড়ে যায় বিপাকে। চারপাশ থেকে বিপদ জড়ো হতে থাকে তার সামনে। এরমধ্যে অন্য পুরুষের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।  এরপর একের পর এক ঘটনায় রহস্যের জাল ছড়িয়েছে। ট্রেলারে উল্লেখ রয়েছে, এক লোভীর গল্প নাকি এক অসহায়ের গল্প। সবশেষে প্রশ্ন জন্ম নেয়, রুনা লায়লার জন্য কী অপেক্ষা করছে? মুক্তি, নাকি সর্বনাশ?

আশফাক নিপুন (ছবি: ফেসবুক)

ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘মহানগর ২’ দারুণ সাফল্য পাওয়ার পর আশফাক নিপুন এবার বানিয়েছেন ‘জিম্মি’। নিজের মুন্সিয়ানা দিয়ে দর্শকদের ‘জিম্মি’ করতে ফিরছেন তিনি। তার কথায়, “নতুন সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি, সবাই ট্রেলার পছন্দ করেছেন। ‘জিম্মি’র মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটি গল্প দেখানোর চেষ্টা করেছি আমরা।”

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)

রুনা লায়লা চরিত্রে অভিনয় করে কেমন লেগেছে জানতে চাইলে জয়া বলেন, “আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই চ্যালেঞ্জ ছিলো। আর আমি সবসময় ডিরেক্টরস আর্টিস্ট। আশফাক নিপুনের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তাও আবার ওয়েব সিরিজ। সে যেভাবে, যা যা বলেছে আমি সেভাবেই করেছি। এর প্রতিফলন ট্রেলারে কিছুটা দেখা গেছে নিশ্চয়ই। বাকিটা দর্শকদের ওপর, তারা জানাবেন রুনাকে তাদের কেমন লেগেছে।”

‘জিম্মি’র দৃশ্যে ইরেশ যাকের ও জয়া আহসান (ছবি: হইচই)

‘জিম্মি’তে রুনা লায়লার স্বামীর ভূমিকায় আছেন ইরেশ যাকের। নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রটি বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। দর্শক পুরো সিরিজ দেখলে সেটি বুঝতে পারবেন। আমার চরিত্রের যিনি কারিগর অর্থাৎ পরিচালক আশফাক নিপুন, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তিনি প্রতিটি চরিত্র এমন দারুণভাবে বুনতে চেষ্টা করেন যা দর্শকের মনে দাগ কাটতে বাধ্য।’

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান ও শাহরিয়ার নাজিম জয় (ছবি: হইচই)

বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন শাহরিয়ার নাজিম জয়। ‘জিম্মি’তে কাজের অভিজ্ঞতা কেমন ছিলো জানিয়ে তিনি বলেন, “আশফাক নিপুন আমাকে এমন একটা চরিত্রে ভেবেছেন, এজন্য তার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। ‘জিম্মি’র চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চমৎকার একটি চরিত্র। সেই সঙ্গে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকেরসহ অনেকেই আমার জন্য কাজটিকে সহজ ও মনে রাখার মতো করে দিয়েছেন।”

ওয়েব সিরিজটিতে এছাড়া অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মৃধা শিবলু, রাফিউল কাদের রুবেলসহ অনেকে। ট্রেলারে সবারই উপস্থিতি আছে। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮ মার্চ হইচইতে মুক্তি পাচ্ছে ‘জিম্মি’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ