Connect with us

ছবি ও কথা

জেদ্দায় কারিনা-রণবীর-শ্রদ্ধার কয়েক ঝলক

রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর চলছে সৌদি আরবে জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে। উৎসবে বলিউডের প্রথম সারির কয়েকজন তারকার উপস্থিতি দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। উদ্বোধনী দিনে আলোচনায় ছিলেন আমির খান। এরপর লালগালিচা ও কথোপকথন অধিবেশনে অংশ নিয়েছেন কারিনা কাপুর খান, রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

লালগালিচায় শ্রদ্ধা কাপুর (ছবি: রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল)

লালগালিচায় রণবীর কাপুর (ছবি: রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল)

‘দি অ্যামেজিং স্পাইডার-ম্যান’ তারকা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে লালগালিচায় শ্রদ্ধা কাপুর।

৪১ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ‘দি অ্যামেজিং স্পাইডার-ম্যান’ তারকা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে লালগালিচায় শ্রদ্ধা কাপুর।

আমেরিকান অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে রণবীর কাপুরের কুশল বিনিময়।

লালগালিচায় বলিউডের তারকা দম্পতি ফারহান আখতার ও শিবানি দান্ডেকার।

কথোপকথন অধিবেশনে রণবীর কাপুর।

রণবীর কাপুরের কথোপকথন অধিবেশন ছিল দর্শকে পরিপূর্ণ।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রণবীর কাপুর।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়ার পাশে রণবীর কাপুর।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল গোলাপি শাড়িতে রাঙিয়েছেন শ্রদ্ধা কাপুর।

কথোপকথন অধিবেশনে ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা জানিয়েছেন শ্রদ্ধা কাপুর।

দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রদ্ধা কাপুর (ছবি: রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল)

উৎসবে শ্রদ্ধা কাপুরকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দর্শকদের নিয়ে সেলফি তুলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

উৎসবে রণবীর কাপুরকে ঘিরে ছড়িয়েছে উন্মাদনা। দর্শকদের নিয়ে সেলফি তুলেছেন ৪২ বছর বয়সী এই তারকা।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সাদায় স্নিগ্ধ কারিনা কাপুর খান।

দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন কারিনা কাপুর খান (ছবি: রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল)

উৎসবে ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন কারিনা কাপুর খান।

কারিনা কাপুর খানের কথোপকথন অধিবেশন ছিল দর্শকে পরিপূর্ণ।

লালগালিচায় বলিউডের প্রযোজক রিতেশ সিধওয়ানির পাশে ফারহান আখতার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ