বিশ্বসংগীত
লোপেজ এখন মিসেস অ্যাফ্লেক

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ (ছবি: ইনস্টাগ্রাম)
বাগদানের ইতি টেনে দুই দশক আগে ভক্তদের হৃদয় ভেঙেছিলেন জেনিফার লোপেজ ও বেন আফ্লেক। কিন্তু এই তারকা জুটির সেই ভাঙা সম্পর্কটি যে, ফের জোড়া লাগতে পারে তা হয়তো কেউই কখনও ভাবেনি। তবে এমনটাই হয়েছে। শুধু ভাঙা সম্পর্ক জোড়া লাগেনি এখন তারা স্বামী-স্ত্রী।
হ্যাঁ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে জড়ালেন জেনিফার লোপেজ ও বেন আফ্লেক। গত ১৬ জুলাই লাস ভেগাসে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নিজের নিউজলেটারে এক চিঠিতে বিয়ের খবর নিশ্চিত করেন জে লো নিজেই। লোপেজ লিখেছেন, ‘আমরা এটা করে ফেলেছি। আরও চার যুগলের সঙ্গে একই যাত্রা পথে শামিল হতে গত রাতে (শনিবার) আমরা পৃথিবীর বিয়ের রাজধানী ভেগাসে যাই। মধ্যরাত নাগাদ একটি উপাসনালয়ে বিয়ে সারি।’

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ (ছবি: ইনস্টাগ্রাম)
লেখার সঙ্গে সাদাকালো একটি ছবি শেয়ার করেন এই গায়িকা-অভিনেত্রী। যেখানে ৫২ বছর বয়সী এই তারকার হাতে একটি ফুলের তোড়া দেখা যায়, বেন তখন তার গালে চুমু খাচ্ছিলেন। লোপেজ আরও লিখেছেন, ‘দীর্ঘ সময়ের অপেক্ষায় সম্ভবত আপনি জীবনের সেরা মুহূর্ত খুঁজে পাবেন। ভালোবাসার টানেল ধরে লাস ভেগাসে ড্রাইভ করে আসা, সঙ্গে বাচ্চারা আর সে যার সঙ্গে আপনি বাকি জীবন কাটাবেন। ভালোবাসা দারুণ ব্যাপার, সম্ভবত সবচেয়ে ভালো কিছু—যার জন্য আপনি অপেক্ষা করেন।’
লোপেজ নিজের চিঠি শেষ করেন বেনের পদবি ধারণ করে—মিসেস জেনিফার লিন অ্যাফ্লেক।
২০০১ সালের ডিসেম্বরে রোমান্টিক কমেডি সিনেমা গিগিলির শুটিং সেটে জেনিফার ও বেনের পরিচয়। তারপরই বেন ও জে লোর প্রেম জমে ওঠে। ২০০২ সালের নভেম্বরে বাগদানের পর ছিল কেবল বিয়ের অপেক্ষা। ২০০৩ সালের সেপ্টেম্বরে বিয়ের দিন–তারিখ মোটামুটি পাকা হয়। কিন্তু সবাইকে অবাক করে বিয়ে স্থগিত করেন দুই তারকা। পরে ২০০৪ সালের জানুয়ারিতে জানা যায়, বাগদান ভেঙে গেছে তাদের।

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ (ছবি: ইনস্টাগ্রাম)
জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান বেন অ্যাফ্লেক। পরে ২০১৫ সালে দাম্পত্যের ইতি টানেন এই তাকা দম্পতি।
এদিকে, এটি বেনের দ্বিতীয় বিয়ে হলেও জেনিফারের চতুর্থ। আগে ১৯৯৭ সালে ওজানি নোয়া, ২০০১ সালে ক্রিস জাড ও ২০০৪ সালে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। এছাড়া ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে প্রেম ছিল এই গায়িকা-অভিনেত্রীর। ২০১৯ সালে তাদের বাগদানও হয়। কিন্তু সেই সম্পর্কের পাট চুকিয়ে বেনের কাছে ফিরে যান লোপেজ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস