ওয়ার্ল্ড সিনেমা
জেনেলিয়ার ফিরে আসার সুখবর

জেনেলিয়া ডি’সুজা (ছবি: ইনস্টাগ্রাম)
প্রায় পাঁচ বছর রুপালি পর্দা থেকে বিরতির পর অবশেষে ফিরে আসার সুখবর দিলেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। স্বামী রিতেশ দেশমুখের পরিচালনায় মারাঠি সিনেমা ‘বেদ’-এ কাজ করেছেন তিনি। বুধবার (২৬ অক্টোবর) এই তারকা দম্পতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন কাজটির ঘোষণা দেন। একইসঙ্গে এর ফার্স্ট লুক শেয়ার করেছেন তারা।
দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জেনেলিয়া মারাঠি ভাষায় লিখেছেন, ‘আমার জন্ম মহারাষ্ট্রে। অভিনয়ে নাম লেখানোর পর হিন্দি-তামিল-তেলুগুর মতো বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছি। সব ভাষাভাষি দর্শকদের অপরিসীম ভালোবাসা পেয়েছি। এবার রিতেশের প্রথম পরিচালনার মাধ্যমে মারাঠি সিনেমায় অভিষেক হচ্ছে আমার। মারাঠি ভাষায় কাজ করে মনে হচ্ছে অভিনয়ে আমার বৃত্তটা সম্পূর্ণ হলো। আমার বিশ্বাস, মারাঠি সিনেমায়ও আমাকে দর্শকদের ভালো লাগবে।’

জেনেলিয়া ডি’সুজা (ছবি: ইনস্টাগ্রাম)
জেনেলিয়ার নতুন সিনেমার পোস্টার প্রকাশের পরপরই তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা জমে ওঠে। ভক্ত ছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা ৩৫ বছর বয়সী এই তারকাকে অভিনন্দনে সিক্ত করেছেন।
माझा जन्म महाराष्ट्रातलाच.मी अभिनयाला सुरवात केल्यानंतर हिंदी-तमिळ-तेलगू अशा विविध भाषांमधून चित्रपट केले.तिथे रसिक प्रेक्षकांचं उदंड प्रेम मला मिळालं. रितेशच्या पहिल्या दिग्दर्शनाद्वारे मी मराठीत चित्रपटात पदार्पण करतेय. मराठीत काम करतांना मला एक वर्तूळ पूर्ण झाल्यासारखं वाटतंय. pic.twitter.com/bT4bGA4VuE
— Genelia Deshmukh (@geneliad) October 26, 2022
রিতেশ দেশমুখ পরিচালিত ‘বেদ’ মুক্তি পাবে চলতি বছরের ৩০ ডিসেম্বর। দুই সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে পরিচালনায় আসার ব্যাপারে আলোচনা করেন তিনি। তার কথা ছিলো, ‘পরিচালনার প্রতি অনেক বছর ধরে আমার আগ্রহ আছে। কিন্তু অভিনয় করছিলাম বলে এই কাজ করার সাহস দেখাইনি। গত তিন-চার বছর ধরে পরিচালনা নিয়ে খুব ভেবেছি।’
৪৩ বছর বয়সী এই অভিনেতা যোগ করেন, ‘হিন্দি সিনেমার সঙ্গে টিকে থাকা মারাঠি সিনেমার জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ মারাঠি সিনেমার চেয়ে হিন্দি সিনেমার দর্শক বেশি। ফলে মারাঠি সিনেমা হল মালিকদের আয় পড়তির দিকে।’

রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা (ছবি: ইনস্টাগ্রাম)
২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন রিতেশ-জেনেলিয়া জুটি। এটি ছিলো মালয়ালাম সিনেমা ‘নিরাম’-এর রিমকে। পরবর্তী সময়ে পর্দার এই জুটি বাস্তবে ভালোবেসে সংসার সাজিয়েছেন।

জেনেলিয়া ডি’সুজা (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৮ সালে রিতেশের মারাঠি সিনেমা ‘মৌলি’র একটি গানে নেচেছিলেন জেনেলিয়া। এর আগে ২০১৪ সালে মারাঠি সিনেমা ‘লাই ভারি’তে আরেকটি গানে দেখা গেছে তাকে। দুটোই প্রযোজনা করেছেন এই অভিনেত্রী।

জেনেলিয়া ডি’সুজা (ছবি: ইনস্টাগ্রাম)
জেনেলিয়ার সবশেষ নতুন সিনেমা ‘ইটস মাই লাইফ’ জি সিনেমায় মুক্তি পায় ২০২০ সালের ২৯ নভেম্বর। যদিও এর শুটিং হয়েছিলো ২০০৭ সালে। কিন্তু বিভিন্ন কারণে আটকে ছিলো এটি। করোনা মহামারির সময় সিনেমাটি মুক্তি দেন পরিচালক আনিস বাজমি এবং প্রযোজক বনি কাপুর ও সঞ্জয় কাপুর। এটি ছিলো ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা ‘বোমারিলু’র হিন্দি রিমেক। মূল সিনেমাতেও ছিলেন জেনেলিয়া।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস