ঢালিউড
‘জেনে কিংবা অজান্তে যাদের কষ্ট দিয়েছি, সবার কাছে ক্ষমা চাই’
‘আমি জেনে কিংবা অজান্তে যাদের কষ্ট দিয়েছি, সবার কাছে ক্ষমা চাই। অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করে দেবেন। মাঝে মাঝে বোকামি করে ফেলি। আমিও একজন মানুষ, তাই আমারও ভুল হয়। তবে সেগুলো থেকে শেখার চেষ্টা করি এবং এসবের পুনরাবৃত্তি ঘটাই না’– অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল কথাগুলো লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। আজ (২২ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া পোস্টে নিজের কিছু উপলব্ধি তুলে ধরেন তিনি।
ফেসবুকে সুনেরাহ আরো লিখেছেন, ‘কিছু মানুষের সঙ্গে কাজ করতে পেরে ও কিছু স্মৃতি জমিয়ে আমি ধন্য, যদিও এসব হওয়ার কথা ছিলো না। যারা আমাকে ভালোবাসেন ও সবসময় আমাকে সমর্থন দিয়েছেন এবং এখনও আমার অম্লমধুর যাত্রায় আমার সঙ্গে আছেন, তাদের জন্য নিজেকে আমি সত্যিই ধন্য মনে করি।’
সুনেরাহ এরপর যোগ করেন, ‘আশা করি দিন গড়ানোর সঙ্গে আমি ভালো মানুষ হয়ে উঠতে পারবো। বেঁচে থাকা সুখের। ভালোবাসা পেয়ে ও ভালোবেসে আমি খুশি। নিজেকে জানাই শুভ জন্মদিন! আহা নিঃশ্বাস নেওয়া কত সুন্দর! সবকিছুর জন্য শুকরিয়া।’
ফেসবুক স্ট্যাটাসের শুরুতে সুনেরাহ উল্লেখ করেন, ‘এবারের জন্মদিনে একটি নতুন সূচনা, একটি নতুন শুরু।’ এরপরই ক্ষমা চাওয়ার কথাগুলো লিখেছেন তিনি।
২০১৯ সালে ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথমেই বাজিমাত করেছেন তিনি। এতে সার্ফার হতে চাওয়া এক তরুণীর চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে তার হাতে।
সুনেরাহ বিনতে কামালের নতুন সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এটাকে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার। এতে প্রিয়ম চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। সিনেমাটির ‘বলে দিলেই তো হয়’ শিরোনামের একটি গানে তাদের রসায়ন দেখা গেছে। ‘অন্তর্জাল’-এ আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।
ছোট পর্দায় চরকির ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’ এবং নুহাশ হুমায়ূনের শর্টফিল্ম ‘মশারি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সুনেরাহ বিনতে কামাল।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস