হলিউড
জোলির বিরুদ্ধে পিটের মামলা

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা করলেন তার সাবেক স্বামী অভিনেতা ব্র্যাড পিট। কারণ দক্ষিণ-পূর্ব ফ্রান্সের করেনস গ্রামে শাতোঁ মিরাভাল নামের একটি আঙুর বাগান থেকে নিজের অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন জোলি। পিটের সঙ্গে তার যৌথ মালিকানাধীন ছিল জায়গাটি।
অস্কারজয়ী ব্র্যাড পিটের দাবি, তিনি ও তার সাবেক স্ত্রী জোলি একে অন্যের অনুমতি ছাড়া শাতোঁ মিরাভালে নিজেদের অংশীদারিত্ব বিক্রি না করার চুক্তি করেছিলেন। কিন্তু জোলি সেটি ভেঙেছেন।
গত ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মামলাটি দায়ের করা হয়েছে। পিটের আইনজীবী জানান, শাতোঁ মিরাভাল আঙুর বাগানটি এখন দারুণ লাভজনক। এখান থেকে কোটি কোটি ডলারের ওয়াইন ব্যবসা হচ্ছে।
মামলায় উল্লেখ রয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে শাতোঁ মিরাভালে নিজের অংশীদারিত্ব রুশ ব্যবসায়ী ইউরি শেফিয়ারের মালিকানাধীন লাক্সেমবার্গ ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন জোলি।
পিটের আইনজীবীর মন্তব্য, নিজেকে নিবেদিত করা পিটের ব্যবসা নিয়ন্ত্রণ এবং তার এই বিনিয়োগকে দুর্বল করতে ইউরি শেফিয়ার ও তার সহযোগীদের লক্ষ্য জেনেশুনেই জোলি নিজের অংশ বিক্রি করেছেন। ওয়াইন ব্যবসায় নিজের অর্থ ও ঘাম ঢেলে দেওয়া পিটের ক্ষতি করার উদ্দেশেই তিনি এই সম্পত্তি বিক্রির পদক্ষেপ নিয়েছেন।
মামলাটি নিয়ে এখনও মুখ খোলেননি জোলি।
প্রায় আড়াই কোটি ইউরোতে শাতোঁ মিরাভালে কেনার ছয় বছর পর সেখানেই বিয়ের বন্ধনে জড়ান ব্র্যাঞ্জেলিনা। ২০১৬ সালে বিয়েবিচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হন জোলি। ২০১৯ সালে তা চূড়ান্ত হয়। তারা ছয় সন্তানের বাবা-মা। এর মধ্যে তিন জন দত্তক। তাদের ছেলেমেয়েরা হলো- ম্যাডক্স (১৯), প্যাক্স (১৭), জাহারা (১৬), শিলো (১৫) এবং যমজ ভিভিয়েন ও নক্স (১২)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস