Connect with us

হলিউড

জোলির বিরুদ্ধে পিটের মামলা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা করলেন তার সাবেক স্বামী অভিনেতা ব্র্যাড পিট। কারণ দক্ষিণ-পূর্ব ফ্রান্সের করেনস গ্রামে শাতোঁ মিরাভাল নামের একটি আঙুর বাগান থেকে নিজের অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন জোলি। পিটের সঙ্গে তার যৌথ মালিকানাধীন ছিল জায়গাটি।

অস্কারজয়ী ব্র্যাড পিটের দাবি, তিনি ও তার সাবেক স্ত্রী জোলি একে অন্যের অনুমতি ছাড়া শাতোঁ মিরাভালে নিজেদের অংশীদারিত্ব বিক্রি না করার চুক্তি করেছিলেন। কিন্তু জোলি সেটি ভেঙেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মামলাটি দায়ের করা হয়েছে। পিটের আইনজীবী জানান, শাতোঁ মিরাভাল আঙুর বাগানটি এখন দারুণ লাভজনক। এখান থেকে কোটি কোটি ডলারের ওয়াইন ব্যবসা হচ্ছে।

মামলায় উল্লেখ রয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে শাতোঁ মিরাভালে নিজের অংশীদারিত্ব রুশ ব্যবসায়ী ইউরি শেফিয়ারের মালিকানাধীন লাক্সেমবার্গ ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন জোলি।

পিটের আইনজীবীর মন্তব্য, নিজেকে নিবেদিত করা পিটের ব্যবসা নিয়ন্ত্রণ এবং তার এই বিনিয়োগকে দুর্বল করতে ইউরি শেফিয়ার ও তার সহযোগীদের লক্ষ্য জেনেশুনেই জোলি নিজের অংশ বিক্রি করেছেন। ওয়াইন ব্যবসায় নিজের অর্থ ও ঘাম ঢেলে দেওয়া পিটের ক্ষতি করার উদ্দেশেই তিনি এই সম্পত্তি বিক্রির পদক্ষেপ নিয়েছেন।

মামলাটি নিয়ে এখনও মুখ খোলেননি জোলি।

প্রায় আড়াই কোটি ইউরোতে শাতোঁ মিরাভালে কেনার ছয় বছর পর সেখানেই বিয়ের বন্ধনে জড়ান ব্র্যাঞ্জেলিনা। ২০১৬ সালে বিয়েবিচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হন জোলি। ২০১৯ সালে তা চূড়ান্ত হয়। তারা ছয় সন্তানের বাবা-মা। এর মধ্যে তিন জন দত্তক। তাদের ছেলেমেয়েরা হলো- ম্যাডক্স (১৯), প্যাক্স (১৭), জাহারা (১৬), শিলো (১৫) এবং যমজ ভিভিয়েন ও নক্স (১২)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ