Connect with us

ছবি ও কথা

টরন্টোতে মসলিন শাড়িতে ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে মেহজাবীন

কানাডায় ৪৯তম টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো। স্কটিয়াব্যাংকে বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ছবিতে দেখুন উৎসবে তার কিছু মুহূর্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীন চৌধুরী।

‘সাবা’ পরিচালক মাকসুদ হোসেনের প্রথম সিনেমা। টরন্টোতে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দর্শকদের প্রশ্নের উত্তর দেন তিনি। মঞ্চে তখন পাশে ছিলেন মেহজাবীন ও অভিনেতা মোস্তফা মন্ওয়ার।

টরন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ‘সাবা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজক তিনি।

অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে মোস্তফা মন্ওয়ার, মেহজাবীন চৌধুরী ও মাকসুদ হোসেন।

টরন্টোর স্কটিয়াব্যাংকে আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে এবং ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ‘সাবা’র আরো দুটি প্রদর্শনী হবে।

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মসলিন শাড়িতে নজর কেড়েছেন মেহজাবীন।

‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি ও মুভেবলফেস্ট প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলোতে মেহজাবীনের প্রশংসা করা হয়েছে।

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এবারই প্রথম অংশ নিচ্ছেন মেহজাবীন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ