Connect with us

ঢালিউড

স্টার সিনেপ্লেক্সের দুই শাখায় ‘আজব ছেলে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আজব ছেলে’র দৃশ্যে তাহমিনা অথৈ ও তৌকীর আহমেদ (ছবি: মেঘদূত চলচ্চিত্র)

স্বল্প বাজেটে নির্মিত নতুন সিনেমা ‘আজব ছেলে’ মুক্তি পেয়েছে আজ (১৭ নভেম্বর)। ঢাকার পান্থপথে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুরে সনি স্কয়ার শাখায় দেখা যাচ্ছে এটি।

মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘আজব ছেলে’র গল্প রাস্তা ও গাড়ি নির্ভর। গত ১১ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মেঘদূত চলচ্চিত্র প্রযোজিত সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।

‘আজব ছেলে’র দৃশ্যে রিদওয়ান সিদ্দিকী (ছবি: মেঘদূত চলচ্চিত্র)

সরকারি অনুদানে মানিক মানবিকের চিত্রনাট্য ও পরিচালনায় ‘আজব ছেলে’তে নাম ভূমিকায় আছেন রিদওয়ান সিদ্দিকী। শিশুতোষ সিনেমাটিতে কাউসার চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। মলি চরিত্রে আছেন তাহমিনা অথৈ। সিনেমাটির শুটিং হয়েছে পাঁচ-সাতটি জেলায়।

‘আজব ছেলে’র দৃশ্যে সাজু খাদেম ও সানজিদা লতা (ছবি: মেঘদূত চলচ্চিত্র)

‘আজব ছেলে’ সিনেমায় আরো অভিনয় করেছেন সাজু খাদেম, ফকির বিপ্লব, মনিরুজ্জামান ফিরোজ, সানজিদা লতা, স্বর্ণা সাহা, ফয়সাল মাহমুদ, সাদ্দাম হোসেন, সুমন স্মরণ, সাবরিনা শারমিন, শহিদুল শামীম। সুর ও সংগীত পরিচালনায় সানী জুবায়ের। গান গেয়েছেন প্রিয়াঙ্কা গোপ। ধ্বনি পরিকল্পনা ও মিশ্রণের দায়িত্বে ছিলেন মুক্তনীল।

সিনেমাওয়ালা প্রচ্ছদ