‘আনস্টপেবল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে জেনিফার লোপেজ। আমেরিকান রেসলার অ্যান্টনি রোবলেসের বায়োপিক এটি। এতে রোবলেসের মা জুডি চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন উইলিয়াম গোল্ডেনবার্গ।
গালা প্রেজেন্টেশন্স শাখায় দেখানো হয়েছে ‘আনস্টপেবল’। এটি প্রযোজনা করেছেন হলিউডের দুই অভিনেতা ম্যাট ডেমন ও জেনিফার লোপেজের প্রাক্তন স্বামী বেন অ্যাফ্লেকের প্রতিষ্ঠান আর্টিস্টস ইক্যুইটি।
লালগালিচায় গোলাপি কাঁধখোলা গাউনে নজর কেড়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।
ফ্লোরেন্স পিউ অভিনীত স্পেশাল প্রেজেন্টেশন্সে রয়েছে ‘উই লিভ ইন টাইম’। আইরিশ নির্মাতা জন ক্রোলির পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড।
স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায় ব্রিটিশ তারকা অরল্যান্ডো ব্লুমের ‘দ্য কাট’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। তাকে শুভেচ্ছা জানাতে লালগালিচায় হাজির হন আমেরিকান গায়িকা কেটি পেরি। আট বছর ধরে তারা একই ছাদের নিচে আছেন। ‘দ্য কাট’ পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতারা শন এলিস।
কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাস অভিনীত ‘ইডেন’ দেখানো হয়েছে গালা প্রেজেন্টেশন্সে।
আমেরিকান নির্মাতা রন হাওয়ার্ডের পরিচালনায় ‘ইডেন’ সিনেমায় আরো অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী সিডনি সুইনি, ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা কার্বি, ব্রিটিশ অভিনেতা জুড ল, জার্মান-স্প্যানিশ অভিনেতা দানিয়েল ব্রুল। টরন্টোর রয় থমসন হলে এই প্রদর্শনী তারাও ছিলেন।
ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগার-জোন্সের নতুন সিনেমা ‘অন সুইফট হর্সেস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায়। এটি পরিচালনা করেছেন আমেরিকান নির্মাতা ড্যানিয়েল মিনাহান।
৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে স্বর্ণসিংহ জয়ী ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার দুই অভিনেত্রী জুলিয়ান মুর ও টিল্ডা সুইন্টন। টরন্টোতে স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায় দেখানো হয়েছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার পরিচালিত ইংরেজি ভাষার সিনেমাটি।
আমেরিকান অভিনেত্রী অ্যামি অ্যাডামসের ‘নাইটবিচ’ দেখানো হয়েছে স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায়।
‘নাইটবিচ’ সিনেমার পরিচালক মারিয়েল হেলারের সঙ্গে অ্যামি অ্যাডামস। লালগালিচায় প্রাণবন্ত লেগেছে এই দুই আমেরিকান তারকাকে।
(বাঁ থেকে) ফরাসি পরিচালক কোরালি ফারজাঁ এবং আমেরিকান দুই অভিনেত্রী ডেমি মুর ও মার্গারেট কোয়ালি। মিডনাইট ম্যাডনেস শাখায় দেখানো হয়েছে তাদের ‘দ্য সাবস্ট্যান্স’। ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে সিনেমাটি।
স্কটিশ অভিনেত্রী কারেন গিলান সন্তানসম্ভবা। বেবি বাম্পেই টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়েছেন তিনি। স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায় তার অভিনীত ‘দ্য লাইফ অব চাক’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। যুক্তরাষ্ট্রের মাইক ফ্লানাগ্যানের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন টম হিডেলস্টন, শিয়োইটেল এজিওফর ও মার্ক হ্যামিল।