বিশ্বসংগীত
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব টেলর সুইফট

টেলর সুইফট (ছবি: এক্স)
আমেরিকান পপতারকা টেলর সুইফট চলতি বছর দু’হাত ভরে পেয়েছেন। তার বৈশ্বিক কনসার্ট দ্য ইরাস ট্যুর টিকিট বিক্রিতে রেকর্ড সৃষ্টি করেছে। স্পটিফাইতে গোটা বিশ্বে ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি (২৬১ কোটি বার) বেজেছে তার গান। এবার টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বর্ষসেরা ব্যক্তিত্ব খেতাব পেলেন ৩৩ বছর বয়সী এই তারকা।
দ্য ইরাস ট্যুর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজের পুরো ক্যারিয়ারের বিখ্যাত গান পরিবেশন করেছেন টেলর সুইফট। এসব কনসার্টের টিকিট বিক্রি থেকে এসেছে কাড়ি কাড়ি টাকা। সেই সঙ্গে তার পা রাখা প্রতিটি শহরের অর্থনীতি চাঙা হয়েছে।

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে টেলর সুইফট (ছবি: টাইম)
টাইম ম্যাগাজিনকে টেলর সুইফট বলেন, ‘মনে হচ্ছে সবচেয়ে গর্বের ও সুখের সময়ে আছি। সেই সঙ্গে সৃজনশীলভাবে সবচেয়ে পরিপূর্ণ এবং মুক্ত লাগছে নিজেকে।’

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে টেলর সুইফট (ছবি: টাইম)
১৯২৭ সাল থেকে টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তিত্ব খেতাব চালু করে। সাধারণত যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য দেশের প্রেসিডেন্টরা এই সম্মানে ভূষিত হয়ে থাকেন। ২০২২ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে এই স্বীকৃতি পান টেসলা ও এক্সের সিইও এলন মাস্ক, জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার সারাবছর দারুণ সাফল্যের জন্য প্রথম বিনোদন তারকা হিসেবে পালকটি যুক্ত হলো টেলর সুইফটের নামের পাশে।

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে টেলর সুইফট (ছবি: টাইম)
দ্য ইরাস ট্যুর ২০২৪ সালেও এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র জুড়ে চলবে। বিলবোর্ডের মতে, ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের সংগীত সফর হতে চলেছে এটি। ২০২৩ সালে এর মাধ্যমে প্রায় ৯০ কোটি মার্কিন ডলার (প্রায় ১০ হাজার কোটি টাকা) আয় হয়েছে। প্রতিটি কনসার্ট থেকে গায়িকার অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার (১৫৫ কোটি টাকা) এসেছে। আমেরিকায় চাহিদা এতোই বেড়েছিলো যে, প্রতিটি টিকিটের পুনর্বিক্রয় মূল্য ২৮ হাজার ডলারে (৩১ লাখ টাকা) পৌঁছায়। কনসার্টের টিকিট অনলাইনে বিক্রির প্রক্রিয়াকে কেন্দ্র করে মামলা-মোকদ্দমা ও তদন্ত পর্যন্ত হয়েছে।

‘টেলর সুইফট: দ্য এরাস ট্যুর’-এর পোস্টার
শুধু তাই নয়, বৈশ্বিক এই সংগীত সফর নিয়ে মুক্তি পেয়েছে ‘টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ নামের একটি সিনেমা। উত্তর আমেরিকার বক্স অফিসে রমরমিয়ে আয় করেছে এটি। এর সুবাদে শরত মৌসুমে ঝিমিয়ে থাকা সিনেমাহলগুলোতে সাড়া পড়েছে। এমনকি সুইফটকে উৎসর্গ করে একটি কমিক বই প্রকাশিত হয়েছে।
ব্যক্তিজীবনে টেলর সুইফট এখন খেলোয়াড় ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্কে আছেন। তাকে উৎসাহ দিতে এনএফএল টুর্নামেন্টে কানসাস সিটি চিফসের খেলায় অংশ নিয়ে নিজের ভক্তদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছেন তিনি।

‘দ্য এরাস ট্যুর’ কনসার্টে টেলর সুইফট (ছবি: এক্স)
কিছুদিন আগে ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস বিশ্বের পঞ্চম ক্ষমতাধর নারী ঘোষণা করেছে টেলর সুইফটকে। এক্ষেত্রে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতো শীর্ষ রাজনৈতিক নেত্রীদের পেছনে ফেলেছেন গায়িকা। ফোর্বসের হিসাবে, অক্টোবর পর্যন্ত দ্য ইরাস ট্যুরের মাধ্যমে বিলিয়নিয়ার হয়েছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস