শুভেচ্ছা
টাবুর জন্য পায়জামা পার্টি!

টাবু (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেত্রী টাবুর ৫২তম জন্মদিন ছিলো গত ৪ নভেম্বর। সেদিন ভক্ত ও নেটিজেনরা তাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছে। অন্যদিকে বি-টাউনে তার বন্ধুরা একটি পার্টির পরিকল্পনা করে। টাবুর জন্মদিনে বিশেষ আয়োজন করেন অভিনেত্রী শিল্পা শেঠি ও কোরিওগ্রাফার-চলচ্চিত্র পরিচালক ফারাহ খান। সেটি পরিণত হয়েছিলো পায়জামা পার্টিতে!
সোশ্যাল মিডিয়ায় ফারাহ খান একটি ছবি শেয়ার করেছেন। এতে তার পাশে টাবু ও শিল্পাকে দেখা গেছে। এটি ছিলো তাদের আনন্দ উপভোগের একটি মুহূর্ত। তিন তারকা আরামদায়ক পায়জামায় ঘরোয়া আমেজে ছিলেন। তারা কেক কাটার পাশাপাশি মধ্যাহ্নভোজ উপভোগ করেন।
‘ওম শান্তি ওম’ সিনেমার পরিচালক ফারাহ খান ছবিটির ক্যাপশনে সংক্ষেপে লিখেছেন, ‘পায়জামা পার্টি। ঘরোয়া পোশাকে টাবুর জন্মদিন উদযাপন করছি।’

ফারাহ খান, শিল্পা শেঠি ও টাবু (ছবি: ইনস্টাগ্রাম)
টাবু ও ফারাহ খানকে মুম্বাইয়ের সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ বাস্তিয়ানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পা। সেই কথা মনে করিয়ে দিয়েছেন ফারাহ খান, ‘বাস্তিয়ানে নিয়ে যাওয়ার কথা দেওয়ায় শিল্পা শেঠিকে ধন্যবাদ। গাড়ি ভাড়া আমার।’
শিল্পার উত্তর, ‘প্রতিশ্রুতি রাখবো। আগে তোমাকে পার্টি দিতে হবে।’

টাবু (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে কারিনা কাপুর খান ও কৃতি স্যাননের সঙ্গে প্রথমবার একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন টাবু। এর নাম রাখা হয়েছে ‘দ্য ক্রু’। সংকটে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে হাস্যরসে ভরপুর থাকবে এটি। তিন নারীর ব্যস্ততাকে কেন্দ্র করে এর গল্প। ঘটনাক্রমে তারা মিথ্যার জালে আটকা পড়ে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হবে।

টাবু (ছবি: ইনস্টাগ্রাম)
রাজেশ কৃষ্ণান পরিচালিত ‘দ্য ক্রু’ প্রযোজনা করবেন জিতেন্দ্রর মেয়ে একতা কাপুর ও অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর। তারা এর আগে ‘ভিরে ডি ওয়েডিং’ যৌথভাবে প্রযোজনা করেন। দুই প্রযোজক জানান, নারীকেন্দ্রিক সিনেমাটি দারুণ বিনোদনমূলক ও একইসঙ্গে মজার হবে। তিন অভিনেত্রীকে একফ্রেমে আনতে পারার জন্য উৎফুল্ল তারা।

টাবু (ছবি: ইনস্টাগ্রাম)
টাবু বলেন, ‘চমৎকার ও প্রতিভাবান কারিনা ও কৃতি এবং আরও দুই আবেগী মহিলা, রিয়া এবং একতা প্রযোজক এবং পরিচালক রাজেশ কৃষ্ণনের সাথে কাজ করতে পেরে উত্তেজিত! চরিত্রগুলোর সমস্ত উন্মাদনা, আনন্দ, উত্থান-পতন রোলার কোস্টারে চড়ার মতো হতে চলেছে। আমি সেই যাত্রার জন্য উন্মুখ হয়ে আছি।’

টাবু (ছবি: ইনস্টাগ্রাম)
টাবুকে সবশেষ কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি জুটির ‘ভুল ভুলাইয়া টু’তে দ্বৈত চরিত্রে দেখা গেছে। আনিস বাজমির পরিচালনায় এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

টাবু (ছবি: ইনস্টাগ্রাম)
আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে টাবুর নতুন সিনেমা ‘দৃশ্যম টু’। এটি হলো ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল। অজয় দেবগণ, শ্রিয়া স্মরণসহ আগের পর্বের প্রধান চরিত্রের সব অভিনয়শিল্পী নতুন কিস্তিতে ফিরছেন। তাদের সঙ্গে পুলিশ হিসেবে নতুন যুক্ত হয়েছেন অক্ষয় খান্না। এটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস