Connect with us

টালিউড

টালিউডে কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাসের সঙ্গে বুবলী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শবনম বুবলী (ছবি: ফেসবুক)

ঢালিউডের চিত্রনায়িকা শবনম বুবলী প্রথমবার পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন। এর নাম ‘ফ্ল্যাশব্যাক’। এতে তার সহশিল্পী থাকছেন বাঙালি নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও ‘মন্টু পাইলট’ তারকা সৌরভ দাস।

গতকাল (১৪ জানুয়ারি) সকালে সোশ্যাল মিডিয়ায় বুবলী নিজের প্রথম কলকাতার সিনেমায় নাম লেখানোর খবর জানান। এরপর বিকেলে কলকাতার সাউথ সিটিতে ‘ফ্ল্যাশব্যাক’-এর সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

(বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলী, শবনম বুবলী ও সৌরভ দাস (ছবি: ফেসবুক)

জানা গেছে, পাহাড়ি পটভূমিতে থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা। মেয়েটি একজন নির্মাতা। সৌরভ দাসকে দেখা যাবে ভবঘুরে ডিকে চরিত্রে। শ্বেতা ও ডিকের পরিচয় হয় মঞ্চনাটকের খ্যাতিমান অভিনেতা অঞ্জনের (কৌশিক গাঙ্গুলী)। এরপর ক্রমে রোমাঞ্চকর হয়ে ওঠে তাদের দিনগুলো।

(বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলী, শবনম বুবলী ও সৌরভ দাস (ছবি: ফেসবুক)

‘ফ্ল্যাশব্যাক’ পরিচালনা করছেন রাশেদ রাহা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। তারা দুই জন যৌথভাবে সিনেমার কাহিনি সাজিয়েছেন। প্রযোজনায় নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট।

শবনম বুবলী (ছবি: ফেসবুক)

২০১৬ সালে শামীম আহমেদ রনির পরিচালনায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শবনম বুবলীর। আট বছরের ক্যারিয়ারে ২০টি সিনেমায় কাজ করেছেন তিনি।

শবনম বুবলী (ছবি: ফেসবুক)

বুবলীর আগে বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, দিলরুবা ইয়াসমিন রুহি, কাজী নওশাবা আহমেদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ