Connect with us

টালিউড

টালিউডে জয়ার ১০ বছরে সৃজিতের ‘দশম অবতার’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আহসান (ছবি: টুইটার)

টালিউডে ১০ বছর পূর্ণ করলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ২০১৩ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ দিয়ে কলকাতা অধ্যায় শুরু হয় তার। চলতি বছর ওপার বাংলায় একদশক কাজ করার বৃত্ত পূর্ণ করেছেন তিনি। কাকতালীয় হলো, এবার ‘দশম অবতার’ নামের একটি সিনেমা হাতে পেলেন তিনি। এটি পরিচালনা করবেন ভারতের বাঙালি পরিচালক সৃজিত মুখার্জি। পাঁচ বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

সৃজিত মুখার্জির পরিচালনায় সর্বশেষ ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন জয়া আহসান। ২০১৫ সালে ‘রাজকাহিনী’তে তারা প্রথমবার একসঙ্গে কাজ করেন। এটি হিন্দিতে ‘বেগম জান’ নামে রিমেক হয়েছে, এর নাম ভূমিকায় অভিনয় করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

জয়া আহসান ও সৃজিত মুখার্জি (ছবি: ফেসবুক)

জয়া আহসানকে নতুন সিনেমায় নেওয়া প্রসঙ্গে সৃজিত তার অভিনয়ের দক্ষতার প্রশংসা করেছেন। গত তিন-চার বছরে ‘রবিবার’, ‘বিনিসুতোয়’ ও ‘অর্ধাঙ্গিনী’তে জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে বলে কলকাতার একটি পত্রিকায় দেওয়া মন্তব্যে উল্লেখ করেন তিনি।

জয়া আহসান (ছবি: টুইটার)

‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসান ছাড়াও থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত। শিগগিরই তারা শুটিং শুরু করবেন বলে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

জয়া আহসান (ছবি: টুইটার)

গত ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। তিনি সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন, মুক্তির মাস পেরিয়ে এখনো এটি সিনেমাহলে হাউসফুল যাচ্ছে। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এই সিনেমায় বাংলাদেশি উঠতি গায়িকা মেঘনা চরিত্রে অভিনয় করেছেন জয়া। ‘অর্ধাঙ্গিনী’র গল্পে দেখা যায়, সুমন চ্যাটার্জি ও শুভ্রা দম্পতি নিঃসন্তান। একপর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর বিধবা মেঘনাকে নিয়ে ঘর বাঁধে সুমন। কিন্তু কিছুদিন পর চরম বাস্তবতার মুখোমুখি হয় মেয়েটি।

জয়া আহসান (ছবি: টুইটার)

ঢালিউড ও টালিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেমার অঙ্গনে পা রেখেছেন জয়া। তার প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ মুক্তির অপেক্ষায় রয়েছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সঙ্গী, পার্বতী থিরুভোতু।

সিনেমাওয়ালা প্রচ্ছদ