Connect with us

টেলিভিশন

ঈদের তৃতীয় দিন ‘যদি একদিন’, শাকিবের ছয়, পরী ও পূজার দুটি করে সিনেমা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দার সিনেমা উপভোগ করা যাচ্ছে ছোট পর্দায়। এরমধ্যে কয়েকটি সিনেমা প্রথমবার দেশের টেলিভিশন চ্যানেলে দেখা যাবে। আজ (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিন বিভিন্ন চ্যানেলে প্রচার হবে ঢালিউড তারকা শাকিব খানের ছয়টি, পরীমণি ও পূজা চেরির দুটি করে সিনেমা। জেনে নিন কোন চ্যানেলে কোন সিনেমা কখন দেখবেন।

‘যদি একদিন’ সিনেমার পোস্টারে তাহসান খান, শ্রাবন্তী ও তাসকিন রহমান (ছবি: আরটিভি)

বিটিভি
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে আজ সকাল ১০টা ১০ মিনিটে। অভিনয়ে তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান, আফরিন শিখা রাইসা।

দীপ্ত টিভি
দীপ্ত টিভিতে আজ সকাল ৯টায় রয়েছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ (আদর আজাদ, শবনম বুবলী)। দুপুর ১টায় থাকছে সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ (শাকিব খান, ইয়ামিন হক ববি)।

‘নোলক’ সিনেমায় শাকিব খান ও ইয়ামিন হক ববি (ছবি: বি হ্যাপি এন্টারটেইনমেন্ট’স)

চ্যানেল আই
সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইতে আজ সকাল ১০টা ১৫ মিনিটে। এতে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা।

এনটিভি
এনটিভিতে আজ সকাল ১০টা ০৫ মিনিটে রয়েছে জয়দেব মুখার্জি পরিচালিত ‘নবাব’। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত। একই চ্যানেলে আজ বিকেল ৪টা ২০ মিনিটে দেখানো হবে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, কাজী নওশাবা আহমেদ।

‘নবাব’ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলি ও শাকিব খান (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

আরটিভি
সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ আরটিভিতে প্রচার হবে আজ সকাল ১০টা ১০ মিনিটে। অভিনয়ে কলকাতার ওম, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর।আরটিভিতে দুপুর ২টা ১০ মিনিটে রয়েছে এফআই মানিক পরিচালিত ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, রাজ্জাক, আলমগীর, সুচরিতা, মিশা সওদাগর।

‘তোমাকে বউ বানাবো’ সিনেমায় শাকিব খান ও শাবনূর (ছবি: পপি ফিল্মস)

নাগরিক টিভি
ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও শাবনূরের দুটি সিনেমা আজ দেখাবে নাগরিক টিভি। এরমধ্যে সকাল ৯টায় এফআই মানিক পরিচালিত ‘স্ত্রীর মর্যাদা’ ও সকাল ১১টায় রয়েছে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমাকে বউ বানাবো’।

‘মুখোশ’ সিনেমার পোস্টারে জিয়াউল রোশান, মোশাররফ করিম ও পরীমণি (ছবি: ব্যাচেলর ডটকম প্রোডাকশন)

নাগরিক টিভিতে দুপুর ২টায় এফআই মানিক পরিচালিত ‘আমাদের ছোট সাহেব’ (শাকিব খান, অপু বিশ্বাস, সাহারা), বিকেল ৫টায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক সাধের ময়না’ (বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন) ও রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ (মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশান)।

‘শান’ সিনেমায় সিয়াম আহমেদ ও পূজা চেরি (ছবি: কুইক মাল্টিমিডিয়া)

মাছরাঙা টেলিভিশন
আজ দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এম রাহিম পরিচালিত প্রথম সিনেমা ‘শান’। অভিনয়ে সিয়াম আহমেদ ও পূজা চেরি।

বৈশাখী টিভি
চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘পুড়ে যায় মন’ বৈশাখী টিভিতে প্রচার হবে আজ ২টা ৩০ মিনিটে। অপূর্ব রানার পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আলীরাজ, সুচরিতা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ